Odesk


ওডেস্ক

বর্তমান বিশ্বে যতগুলো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে, তার মধ্যে ওডেস্ক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য সাইটওডেস্ক বায়ার এবং ফ্রিল্যান্সার উভয়ের কাছেই অনেক বেশী জনপ্রিয়যার ফলে বর্তমানে এই সাইটটিতে  কাজ করছে প্রায় এক লক্ষেরও বেশী ফ্রীলায়েন্সার ওডেস্ক ডট কম নামক এই সাইটটিতে রয়েছে ডাটা এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, আর্টিক্যাল রাইটিং, (এসইও) অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রোগ্রামিং ইত্যাদি সহ বিভিন্ন রকমের কাজ



আসুন জেনে নেই কেন ওডেস্ক নামক সাইটটি অধিক জনপ্রিয় এবং নির্ভরযোগ্য?
১. ওডেস্ক ডট কম নামক এই সাইটে রয়েছে 'নির্দিষ্ট পরিমাণ মূল্য' এবং 'প্রতি ঘন্টা হিসাবে মূল্য অর্থাৎ (Hourly job)' উভয় প্রকার কাজতবে প্রতি ঘন্টা হিসাবে কাজের জন্য ওডেস্ক ডট কম বেশি জনপ্রিয়এই পদ্ধতিতে ফ্রিল্যান্সাররা অন্যান্য ফ্রিল্যান্সার সাইটের চেয়ে তুলনামূলক বেশি অর্থ উপার্জন করতে পারেএই সিস্টেমে ইন্টারনেটে উপস্থিত থেকে একটি বিশেষ সফটওয়্যারের(Teamviewer) এর মাধ্যমে ফ্রিল্যান্সারকে কাজ করতে হয়এ সময় একজন ফ্রিল্যান্সার কি কাজ করছেন তার স্ক্রীনশট বায়ারের কাছে চলে যায়ফলে বায়ার তার কাজের প্রতিনিয়ত আপডেট পেতে থাকেন

২. ওডেস্ক ডট কম নামক এই সাইটটিতে ফ্রিল্যান্সারদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষাএই পরীক্ষা দেওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সারদের জন্য রয়েছে প্রোফাইল বিল্ডিং এর সুবিধাফলে সত্যিকার অর্থে যারা নির্দিষ্ট বিষয়ে দক্ষ তারা অগ্রাধিকার ভিত্তিতে ভাল বাজেটের কাজ পেয়ে থাকে

৩. অধিকাংশ কাজের ক্ষেত্রে এসক্রো সিস্টেমের(কাজের শুরুতেই বায়ার সাইটে টাকা জমা দিয়ে থাকে) যার কারনে ফ্রিল্যান্সারদের কাছে কাজ শেষে টাকা পাওয়ার পুরোপুরি নিশ্চয়তা থাকে

৪. যেহেতু এ সাইটে অন্যান্য সাইটের মত যে কেউ বিড বা (আবেদন) করতে পারে নাঅর্থাৎ, এ সাইটে কাজ করতে গেলে নুন্যতম রেডিনেস টেস্ট দিতে হয় এবং বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহনের মাধ্যমে পুরোপুরি ১০০% প্রোফাইল সম্পন্ন না হলে পর্যাপ্ত বিড করতে পারে না, এসব কারনে বায়ারদের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য সাইট এটিযার ফলে বিশ্বে যতগুলো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে, তার মধ্যে ওডেস্ক ডট কম নামক এই সাইটটিতে  সর্বাধিক পরিমানে কাজ জমা হয়এক্ষেত্রে বলা যায়, সবগুলো সাইটে যে পরিমাণ কাজ জমা হয়, শুধুমাত্র ওডেস্কে ডট কমেই সেই পরিমাণ কাজ জমা হয়যার ফলে, বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য একটু সিরিয়াস হলেই এ সাইটে কাজ পাওয়া সম্ভব

মূল কথা হল এইযে , বর্তমানে বাংলাদেশে যত ফ্রিল্যান্সার কাজ করছে তার মধ্যে, সবচেয়ে বেশী পরিমান ফ্রিল্যান্সারই ওডেস্ক ডট কমে কাজ করছেতুলনামূলক ভাবে কম রেটে কাজ করা এবং  বিশ্বস্ততা ইত্যাদি কারণে বাংলাদেশী ফ্রিল্যান্সাররা ভাল অবস্থানেই রয়েছেফ্রিল্যান্সিং-এ যারা নতুন কাজ করছেন বা যারা করতে আগ্রহী তারা ওডেস্ক ডট কমে কাজের মাধ্যমে তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেনপ্রথমদিকে কাজ পেতে কিছুটা বেগ পেতে হলেও প্রোফাইল পুরোপুরি ১০০% কমপ্লিট হলে এবং ধৈর্যের সাথে লেগে থাকলে অবশ্যই এ সাইটে সফলতা পাওয়া সম্ভবঅনেক বাংলাদেশী ফ্রিল্যান্সার রয়েছে, যারা শুরুতে কাজ পেতে কিছু বিলম্ব হলেও বর্তমানে টিম নিয়ে কাজ করছেওডেস্ক ডট কম নামক এই সাইটে বাংলাদেশী ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখলেই বিষয়টি বুঝতে পারা যায়

কাজ শুরু করার আগের কিছু কথা-



আপনি যদি আগে থেকেই জানেনে যে, odesk কি এবং কীভাবে এতে কাজ পেতে হয় তাহলে ভাল আর যদি না জানেন তবে ভাল করে মনোযোগ দিয়ে পড়ুন।



প্রথমেই বলি odesk কি?
 

Odesk হল পৃথিবীর অন্যতম সেরা মার্কেটপ্লেস যেখনে রয়েছে প্রচুর কাজ। এখানে আপনি কাজ করতেও পারবেন আবার মানুষকে দিয়ে কাজ করাতেও পারবেন। রয়েছে বিভিন্ন ধরনের কাজ। এর মধ্যে web developer এবং seo এর প্রচুর কাজ রয়েছে।



Odeskaccount খোলা এবং কাজ পাওয়ার সিস্টেম-



Odesk এ কাজ করতে হলে আপনাকে আগে একটা account খুলতে হবে। account খোলার জন্য www.odesk.com এ যান, তারপর register এ ক্লিক করুন। আপনার নাম, ঠিকানা দিয়ে যথাযত ভাবে সকল ঘর পূরণ করুন। মনে রাখবেন- এখানে আপনি যে নাম দিবেন তা যেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর নামের সাথে সম্পূর্ণ মিলে যায়, তা না হলে টাকা তোলার সময় ঝামেলা হতে পারে। আপনার ঠিকানাও আপনার বর্তমান ঠিকানা দিবেন।



অ্যাকাউন্ট খুললেই আপনি কাজ পাবেন না। আপনাকে আগে রেডিনেস নামে একটি পরীক্ষা দিয়ে তাতে পাশ করতে হবে, তাছাড়াও আপনাকে আরও অনেক কিছু ফিল আপ করতে হবে। প্রতিটি কাজের জন্য আপনার প্রোফাইল একটু একটু করে কমপ্লিট হতে থাকবে। মোটামুটি ৭০% প্রোফাইল কমপ্লিট হলেই আপনি কাজ করার উপযুক্ত হবেন।



এখন কাজ করার জন্য আপনাকে প্রথমে বিভিন্ন কাজের তালিকায় যেতে হবে। এর জন্য আপনি find work এ ক্লিক করবেন তারপর আপনার সামনে কাজের ক্যাটাগরির তালিকা আসবে সেখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগিরর কাজ ব্রাউজ করতে পারবেন। যেহেতু আপনি SEO এর কাজ শিখেছেন তাই আপনি SEO এর ক্যাটাগরি ব্রাউজ করেন, সেখানে গেলেই দেখবেন কাজের এক লম্বা তালিকা। আপনাকে আগে কাজের জন্য দরখাস্ত যাকে বলা হয় বিড করতে হবে। ধরুন একটা কাজের জন্য ১৫ জন বিড করেছেন এখন যিনি কাজ দিয়েছেন বা বায়ার বা Clint এই ১৫ জনের মধ্যে থেকে নিজের ইচ্ছা মত একজন বা একের অধিক জনকেও তার কাজের জন্য নিয়োগ দিতে পারেন। এখন যদি আপনি কাজের বিড টা ভালভাবে করতে পারেন তবে আপনার কাজ পাওয়ার সুযোগ থাকে অনেকাংশে।



কাজের তালিকা ব্রাউজ করার সময় হয়ত আপনি লক্ষ্য করবেন যে, সেখানে দুই ধরনের কাজ রয়েছে। যেমন-

.          ফিক্সড প্রাইজ (fixed price work)

.          আওয়ার লি (hourly work)

 Now Click Hear




Odesk Tutorial




Odesk i Quiz Ask wb†q Profile Complete Kiv

Odesk Ms Word 2003 Test Answers

Odesk English Spelling Test Answers




No comments:

Post a Comment