Showing posts with label Tutorial-Problem Solution. Show all posts
Showing posts with label Tutorial-Problem Solution. Show all posts

Sunday, August 10, 2014

Send Email Receive Conforn


আপনার পাঠানো মেইল প্রাপক পড়েছেন কী?

 

মেইল পাঠানোর পর উত্তরের অপেক্ষাউত্তর না পেলে দুশ্চিন্তা তো বাড়বেই কিন্তু প্রাপক মেইল ঠিকমতো পেয়েছেন তো? নাকি পেয়েও না পাওয়ার ভান করছেন? পাঠানোর পর প্রাপক সেটি পেয়েছেন কিনা কিংবা আপনার মেইলটির কী গতি হয়েছে তা জানার সহজ উপায় রয়েছেএমন একটি পদ্ধতি হচ্ছে মেইলট্র্যাক
মোবাইল
অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের মতো মেইলট্র্যাক ব্যবহার করে একটি সবুজ টিক চিহ্ন দেখলে বুঝবেন প্রাপক আপনার মেইলটি পেয়েছেন আর দুটি টিক চিহ্ন দেখলে বুঝবেন প্রাপক মেইল পেয়েছেন এবং সেটি খুলে পড়েছেনএই সুবিধাটি শুধু গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন আকারে পাবেনএজন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছেমেইলট্র্যাক’ (https://chrome.google.com/webstore/detail/mailtrack/ndnaehgpjlnokgebbaldlmgkapkpjkkb?hl=en) এক্সটেনশনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে  জিমেইল থেকে আপনি কাঙ্ক্ষিত বিষয় ট্র্যাক করতে পারবেনশুধু তাই নয় আপনার মেইলটি কখন পৌঁছেছে, কখন পড়া হয়েছে এবং কোথায় পড়া হয়েছে তাও জানতে পারবেন
ইমেইল
পাঠানোর সময় ঠিক করে দিতে পারেন
আপনি হয়তো এখন মেইল লিখছেন কিন্তু সেটি পরে পাঠাতে চানআপনি কবে কখন মেইল পাঠাতে চান সেসময় আগেভাগে নির্ধারণ করে দিতে পারেনজিমেইলে এই ধরনের সুবিধা রয়েছেজিমেইলে এই সুবিধা পেতে বুমেরাং (https://chrome.google.com/webstore/detail/boomerang-for-gmail/mdanidgdpmkimeiiojknlnekblgmpdll?hl=en) নামের একটি এক্সটেনশন ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নিতে পারেনএকবার এই এক্সটেনশন ইনস্টল হয়ে গেলে শুধু সেন্ড লেটারবাটনে ক্লিক করলেই হবেএখান থেকে ক্যালেন্ডার পিকার থেকে সময় নির্ধারণ করে  দিতে পারবেনএই এক্সটেনশনটি আপনাকে মেইল সম্পর্কে রিমাইন্ডারও দেবেবুমেরাং কীভাবে কাজ করে তা জানতে নিচের ভিডিওটি দেখুন

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=pCrN2OftU3g


G-mail Errors Solve

G-mail Errors Solve



Thanks

Save Your PC No Add Antiviruse


অ্যান্টিভাইরাস ছাড়াই পিসি সুরক্ষিত

ইন্টারনেট থেকে কম্পিউটারে ভাইরাস সংক্রমণ হয়পেনড্রাইভ, ডিস্ক, মেমরি কার্ড ও অন্যান্য এঙ্টারনাল ডিভাইসের মাধ্যমেও কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়েএ ক্ষেত্রে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের প্রচলন রয়েছেতবে অ্যান্টিভাইরাস কম্পিউটারের সব ভাইরাস চিহ্নিত করতে এবং সেগুলো মুছে ফেলতে পারে নাঅ্যান্টিভাইরাস সফটওয়্যার র‌্যামের বেশি পরিমাণ জায়গা দখল করার কম্পিউটার অনেক ধীরগতির হয়ে যায়
প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তমতাই এক্সটারনাল ড্রাইভ থেকে যাতে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবেযেহেতু ভাইরাস ইনফেক্টেড এক্সটারনাল ডিভাইস (যেমন পেনড্রাইভ) ওপেন করার পরই ভাইরাস পিসিতে প্রবেশ করে, তাই এগুলো কম্পিউটারে সংযোগ দেওয়ার পর তা সরাসরি ওপেন না করাই ভালোযেসব কম্পিউটারে এক্সটারনাল ড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে চালু হয় সেগুলোতে অটোরান বন্ধ করে নিতে হবে

অটোরান বন্ধ করার জন্য start থেকে run-এ গিয়ে gpedit.msc টাইপ করতে হবেএরপর ok বাটনে ক্লিক করলে নতুন উইন্ডো আসবেএখান থেকে computer configuration সিলেক্ট করুনএখান থেকে administrative templates->system-এ যানএখান থেকেturn off autoplay-তে ডাবল ক্লিক করুনএবার ‘turn off autoplay’ enable করুন এবং ‘turn off autoplay on’ ড্রপ-ডাউন বক্স থেকে ‘All drives’ সিলেক্ট করুন, এরপর ok বাটনে ক্লিক করুনকম্পিউটারে সব ধরনের ডিভাইসের অটোরান বন্ধ হয়ে যাবে

এক্সটারনাল ড্রাইভগুলো থেকে কম্পিউটারে ডেটা আদান প্রদান করার সময়ও ভাইরাস ঢুকে পড়তে পারে; তবে ড্রাইভ না খুলেই ডেটা আদান-প্রদান করতে কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবেwww.explorerxp.com/explorerxpsetup.exe থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবেসফটওয়্যারটি রান করলে কম্পিউটারে থাকা সবগুলো ড্রাইভ দেখা যাবেএখান থেকে পেনড্রাইভে প্রবেশ করে ডেটা কপি করা যাবেকোনো ফাইলে যদি ভাইরাস থাকে, তাহলে সেটি নোটিফিকেশন আকারে দেখিয়ে দেবে সফটওয়্যারওই ফাইলটি কম্পিউটারে নেওয়া যাবে নাকোনো ফোল্ডারের নামের সঙ্গে .exe এক্সটেনশন  থাকলে তা অবশ্যই ভাইরাস - এগুলো কম্পিউটারে না নেওয়াই ভালো

যারা ভাইরাসযুক্ত ফাইল সহজে চিনতে পারেন না তাঁরা কম্পিউটারে এমন কোনো থিম ব্যবহার করতে পারেন, যা ফোল্ডারের রং পরিবর্তন করে রাখেতাহলে পেনড্রাইভের এবং কম্পিউটারের ফোল্ডারের রং পরিবর্তন হয়ে যাবেযেসব ফোল্ডারের রং পরিবর্তন হবে না সেগুলোই ভাইরাসরং পরিবর্তক এ রকম একটি থিম http://bit.ly/gT38ri (শুধু XP এর জন্য ) থেকে ডাউনলোড করা যাবে

Microworkers Problame Solve


মাইক্রোওয়ার্কার্সে একাউন্ট খুলতে জটিলতার সমাধান চাই
সমস্যাঃ আসসালামুয়ালাইকুমব্রাদার আমি মাত্র অনলাইন  আরনিং বেসিক বিষয়    শিকছিতাই দয়া করে এই সাধারণ সমস্যার সমাধান দিয়ে বাধিত করবেন
আমি  Microworkers registration করতে গেলে সাবমিট ্করলে এই মেসেজটি   দেখায়

Your IP address is already in use. We can not accept your registration using the same IP address as another user.


,,,,,,,,,,,,,,,,,,,,
উল্লেখ্য আমার ল্যাপটপ আগে আর একজনে ব্যবহার করতএখন Microworkers একাউন্ট খুলতে হলে কিভাবে কি করতে হবে দয়া করে একটা সমাধান জানাবেন

মার্কস সল্যুশান:
মাইক্রোওয়ার্কার্স এ একটি আইপি থেকে দু টি একাউন্ট করা যায় নাযদিও অনেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে একাউন্ট করেন তবে তা ঝুঁকিপূর্ণ হয়ে যায়আপনার আইপি চেক করার জন্য http://whatismyip.com ওয়েবসাইটটি তে ভিজিট করুন

প্রথমত,  আপনি আপনার ব্রাউজারের সমস্ত হিস্টোরি ক্যাচি রিমোভ করুন এজন্য ফায়ারফক্সের জন্য কী বোর্ড থেকে ctrl+shift+delete চাপুন যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে remove all দিয়ে সব হিস্টোরি ডিলিট করুনএবার নতুন করে একাউন্ট খোলার চেস্টা করুন

যদি একাউন্ট খুলতে ব্যর্থ হন তবে ইন্টারনেট এক্সপ্লোরারের সাহায্যে চেস্টা করে দেখুন
তারপরও যদি কাজ না হয় তবে-

 আপনি যদি ব্রডব্যান্ড/ ফোর জি  ব্যবহার করে থাকেন তবে সেক্ষেত্রে আপনার সার্ভিস প্রোভাইডর কে বলুন আপনার আইপি চেঞ্জ করে দিতেতাহলে আপনি খুব সহজেই নতুন একাউন্ট খুলতে পারবেন
তাছাড়া আপনি যদি মোবাইল অপারেটরদের দেয়া ইন্টারনেট সার্ভিস ব্যবহার করেন তাহলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিনকারণ মোবাইল অপারেটরদের ইন্টারনেট ব্যবহার কারীদের আইপি সাধারণত একই হয়ে থাকেএছাড়া তাদের হেল্পলাইনে কথা বলে আইপি চেঞ্জ করার কথাটি বিস্তারিত জানতে পারেন

আশা করি সমস্যার সমাধান পাবেন