Sunday, August 10, 2014

Microworkers Problame Solve


মাইক্রোওয়ার্কার্সে একাউন্ট খুলতে জটিলতার সমাধান চাই
সমস্যাঃ আসসালামুয়ালাইকুমব্রাদার আমি মাত্র অনলাইন  আরনিং বেসিক বিষয়    শিকছিতাই দয়া করে এই সাধারণ সমস্যার সমাধান দিয়ে বাধিত করবেন
আমি  Microworkers registration করতে গেলে সাবমিট ্করলে এই মেসেজটি   দেখায়

Your IP address is already in use. We can not accept your registration using the same IP address as another user.


,,,,,,,,,,,,,,,,,,,,
উল্লেখ্য আমার ল্যাপটপ আগে আর একজনে ব্যবহার করতএখন Microworkers একাউন্ট খুলতে হলে কিভাবে কি করতে হবে দয়া করে একটা সমাধান জানাবেন

মার্কস সল্যুশান:
মাইক্রোওয়ার্কার্স এ একটি আইপি থেকে দু টি একাউন্ট করা যায় নাযদিও অনেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে একাউন্ট করেন তবে তা ঝুঁকিপূর্ণ হয়ে যায়আপনার আইপি চেক করার জন্য http://whatismyip.com ওয়েবসাইটটি তে ভিজিট করুন

প্রথমত,  আপনি আপনার ব্রাউজারের সমস্ত হিস্টোরি ক্যাচি রিমোভ করুন এজন্য ফায়ারফক্সের জন্য কী বোর্ড থেকে ctrl+shift+delete চাপুন যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে remove all দিয়ে সব হিস্টোরি ডিলিট করুনএবার নতুন করে একাউন্ট খোলার চেস্টা করুন

যদি একাউন্ট খুলতে ব্যর্থ হন তবে ইন্টারনেট এক্সপ্লোরারের সাহায্যে চেস্টা করে দেখুন
তারপরও যদি কাজ না হয় তবে-

 আপনি যদি ব্রডব্যান্ড/ ফোর জি  ব্যবহার করে থাকেন তবে সেক্ষেত্রে আপনার সার্ভিস প্রোভাইডর কে বলুন আপনার আইপি চেঞ্জ করে দিতেতাহলে আপনি খুব সহজেই নতুন একাউন্ট খুলতে পারবেন
তাছাড়া আপনি যদি মোবাইল অপারেটরদের দেয়া ইন্টারনেট সার্ভিস ব্যবহার করেন তাহলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিনকারণ মোবাইল অপারেটরদের ইন্টারনেট ব্যবহার কারীদের আইপি সাধারণত একই হয়ে থাকেএছাড়া তাদের হেল্পলাইনে কথা বলে আইপি চেঞ্জ করার কথাটি বিস্তারিত জানতে পারেন

আশা করি সমস্যার সমাধান পাবেন

No comments:

Post a Comment