Showing posts with label SEO-Tutorial-এস.ই.ও. Show all posts
Showing posts with label SEO-Tutorial-এস.ই.ও. Show all posts

Friday, August 8, 2014

What is SEO


পরম করুণাময় ও আসীম দয়ালু আল্লাহ্‌ এর নামে শুরু করছি। আমাদের SEO শেখার Program-এ আপনাদের স্বাগতম।

SEO কী??

SEO – (Search Engine Optimization)

নাম শুনে কি আন্দাজ করতে পারছেন? না পারলে আমি বলছি।

 আপনি যখন গুগল এ কোন কিছু লিখে সার্চ দেন তখন অবশ্যই সার্চ রেজাল্ট এ বিভিন্ন সাইট দেখতে পান। যেমন আপনি যদি health tips in bangla লিখে গুগল এ সার্চ দেন তাহলে প্রথমেই পাবেন banglahealth.evergreenbangla.com  সাইট টি। কিভাবে এই সাইট টি গুগল এর প্রথম পেইজ এ এল? এটি সম্ভব হয়েছে শুধুমাত্র SEO(Search Engine Optimization) এর যথাযথ প্রয়োগের ফলে। এই কাজ টি একটু বুঝলে খুব ই সহজ। এর অনেক টেকনিক আছে।
তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে, SEO করা হয় website এর। মানে SEO এর কাজ করতে হলে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন, আপনি যদি ফ্রীল্যান্সিং এর জন্য SEO শিখতে চান তাহলে আপনি আপনার client এর সাইটের SEO করতে পারবেন। এক্ষেত্রে আপনার নিজের কোন ওয়েবসাইট এর দরকার নেই। তবে কাজ practice করার জন্য আপনি blogger.com থেকে একটি ফ্রী ব্লগ খুলে তা নিয়ে কাজ করতে পারেন।
 -আমাদের এই কোর্স এর মূল উদ্দেশ্য হল SEO শিখে odesk এবং freelancer এ কাজ করে আয় করা।

SEO এর প্রকারভেদ

SEO মূলত দুইটি ভাগে বিভক্ত। যথা।ঃ
.          onpage optimization
.          off page optimization

তবে onpage optimization এবং off page optimization শুরু করার পূর্বে আপনার সাইটের জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন- আপনার সাইটের জন্য আপনাকে সঠিক কি ওয়ার্ড নির্বাচন করতে হবে। তারপর ওই কি ওয়ার্ড দিয়ে আপনার সাইটে পোস্ট করতে হবে। তারপর যখন আপনার সাইটে মিনিমাম ২০-২৫টি মানসম্মত পোস্ট থাকবে তখন আপনি আপনার সাইটের SEO করার কথা চিন্তা করবেন।


Keyword কী ও এর গুরুত্ব

সাধারন কথায় keyword হল ওই সকল শব্দ যা লিখে কেউ গুগল এ সার্চ দেয়। যেমন আপনার health বিষয়ে সাহায্য দরকার তখন আপনি গুগল এ গিয়ে health tips লিখে সার্চ দিলেন, এখানে এই health tips শব্দ দুইটিই হল কীওয়ার্ড।

তার মানে আপনি যদি আপনার সাইট কে গুগল এ আনতে চান তাহলে আগে আপনাকে আপনার সাইটের জন্য নির্দিষ্ট কীওয়ার্ড নির্বাচন করতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ কাজ।


সাইটের জন্য keyword নির্বাচন করার জন্য কিছু টুল ও টিপস!

আপনি যদি কোন সাইট তৈরি করতে চান তবে আপনাকে অবশ্যই আগে ঠিক করতে হবে যে, আপনি কোন বিষয়ের উপর আপনার সাইট তৈরি করতে চান। প্রত্যেকটি সাইট এই উদ্যেশ্যেই তৈরি হয় যেন সেটি গুগল থেকে প্রতিদিন প্রচুর ভিজিটর আনতে পারে। আর এই জন্য আপনার সাইটের keyword নির্বাচন অতিব গুরুত্বপূর্ণ। এখন কথা হল আপনি আপনার সাইটের জন্য কোন keyword নির্বাচন করবেন? হুম, প্রথমে আপনাকে এমন একটি বিষয় খুজে বের করতে হবে যেটা নিয়ে প্রতিদিন গুগল এ প্রচুর সার্চ দেয়া হয় কিন্তু এই সম্পর্কিত সাইটের সংখ্যা অনেক কম। ফলে খুব সহজেই আপনি আপনার সাইটটিকে গুগল এর প্রথম পেজে নিয়ে আসতে পারবেন।

এই কাজটি করার জন্য আপনাকে একটি চমকার টুলবারের সাথে পরিচয় করিয়ে দিব। এটির নাম হল google adword tool bar. এই টুলের সাহায্যে আপনি যে কোন একটি টপিক এর নাম লিখলেই গুগল আপনাকে দেখাবে ওই টপিকটি প্রতি মাসে কতবার গুগলে সার্চ দেয়া হয়, এই সংক্রান্ত সাইটের সংখ্যা কেমন, আপনাকে এদের সাথে টেক্কা দিতে কতটা পরিশ্রম করতে হবে ইত্যাদি। টুল বারটিতে ঢুকতে প্রথমে googlekeyword লিখে সার্চ দেন, ফলে প্রথমে যে result টি দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন। তারপর আপনার গুগল id দিয়ে লগইন করুন, তারপর box এ একটি টপিক লিখুন, তারপর একটি captcha entry করুন, প্রথমবার শুধুমাত্র captcha দিতে হবে পরে আর লাগবে না। এবার enter দিন। এবার দেখুন যাদু। এবার আপনার মন মত keyword খুজে বের করুন।

যে কোন সাইট তৈরির প্রথমেই কি-ওয়ার্ড নির্বাচন করা অতি গুরুত্বপূর্ণ একটি ধাপ। আপনি যখন আপনার বায়ারের কাছ থেকে কাজ নিবেন তখন অবশ্যই আগে যাচাই করে নিন তার কি-ওয়ার্ড টা কি, তার পর ই কেবল কাজ শুরু করবেন।

Site Making Strategy


ওয়েবসাইটের নির্মাণকৌশল বা site making strategy


Keyword research করা যখন শেষ হয়ে যাবে, তখন আপনার প্রধান কাজ হবে- আপনার ওয়েবসাইটের নির্মাণকৌশল বা site architecture কেমন হবে তা নির্ধারণ করা এটা খুবই গুরুত্বপূর্ণআপনার ওয়েবসাইটের আর্কিটেকচার থেকেই সার্চ ইঞ্জিন নির্ধারণ করে, কোন Page টা গুরুত্বপূর্ণ এবং কোনটা না
উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের Home বা Front page এর সাথে অনেকগুলো পেজের লিংক থাকেসার্চ ইঞ্জিন যখন দেখে যে, এই পেজের সাথে প্রায় সব পেজের লিঙ্ক আছে, তখন Search Engine (SE) মনে করে নিশ্চয়ই এই পেজটা গুরুত্বপূর্ণ
Internal বা Inbound linking:
নিজের ওয়েবসাইটের একপেজের সাথে অন্যপেজের লিঙ্ককে Internal বা Inbound linking বলা হয়Internal linking site structure এবং SEO এর জন্য খুবই গুরুত্বপূর্ণ
ধরুন, নিজের সাইটের ১০টা পেজ থেকে অন্য একটা page refer করা হল, আর ৩টা পেজ থেকে অন্য একটা page refer করা হল, তাহলে SEO ধরেই নেয় যে, ১০টা inbound link যুক্ত পেজ টা অনেক বেশি Importantআমাদের উদাহরণএ ব্যবহার করা ওয়েবসাইটার জন্য আমরা গুরুত্বপূর্ণ Product page গুলোকে internal linking এর মাধ্যমে highlight করতে পারি
Page Depth:
আবার, অনুরূপভাবে যে পেজটা যত বেশি গভীরে বা যে পেজে ঢুকতে যত বেশি click করতে হয় সেই পেজটা তত less important.


Making Quality link:
এই কারণে ওয়েবসাইটের Top Navigation, SideBar and Footer links এর স্থানগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসব স্থানে আপনি যে সকল লিঙ্ক ব্যবহার করবেন, সেই লিঙ্কগুলোতে এক ক্লিকেই প্রবেশ করা সম্ভব

আবার সাধারনত অনেক ওয়েবসাইটের পেজের কন্টেন্ট পরিবর্তন হলেও এই স্থান গুলো একই থাকে, তাই এই স্থানগুলোতে খুবই গুরুত্বপূর্ণ Category
and Topic
গুলো দেয়া উচি

সঠিক Anchor text ব্যবহার করুন আমরা যে keyword গুলো research থেকে পেয়েছিSE (search engine) সাধারণত Page এর উপরের দিকের লিঙ্কগুলোকে বেশি importance দেয়যেমন: আপনার Top navigation এর লিঙ্ক Footer এর লিঙ্কস থেকে বেশি গুরুত্বপূর্ণ
Link তৈরি করার সময় খেয়াল রাখুন, আপনি যেখানে Link তৈরি করতে চাচ্ছেন সেটা এই পেজের এর সাথে প্রাসঙ্গিক কিনা, যদি না হয় তবে প্রাসঙ্গিক পেজের সাথে লিঙ্ক করুন, না হলে SE আপনাকে penalty দিতে পারে
কিওয়ার্ড ডেনসিটি (Keyword Density)
একটা পেজের কোন একটি পোস্টে কোন একটা নির্দিষ্ট কিওয়ার্ড কতবার ব্যবহৃত হয়েছে এটা কিওয়ার্ডটির ডেনসিটি মানে একটু বুঝিয়ে বলি, ধরুন আপনি body building নিয়ে আপনার সাইট এ একটি পোস্ট করবেন। তাহলে আপনার keyword হল body building. এখন আপনি আপনার সাইট এ নতুন পোস্ট লেখার সময় সব সময় খেয়াল রাখবেন যেন আপনার পোস্ট এর হেড লাইন এ এই কি ওয়ার্ড টি থাকে আবার যেন ওই পোস্ট এর বডি সেকশন এও body building কথাটি থাকে। body building যেহেতু আপনার কি ওয়ার্ড তাই আপনার পোস্ট এ এই শব্দ দুইটির মোট ঘনত্ব ই হল আপনার keyword density.
সার্চ ইঞ্জিন গুলোর কাছে এর গুরুত্ব অনেক। আপনার সাইটের জন্য পোস্ট গুলো এমন ভাবে তৈরি করুন যেন কি ওয়ার্ড এর ডেনসিটি বা ঘনত্ব খুব বেশি না হয় আবার খুব কমও না হয়ে যায়। আপনার পোস্ট এর head section, body section এ আপনার keyword রাখুন। কিন্তু আবার, পোস্ট এর ৫০% শব্দই keyword রিলেটেড করে দিয়েন না, তাহলে গুগল রাগ করবে, আর গুগল রাগ করলে কি হবে বুঝতেই তো পারছেন।

Onpage Optimization


Onpage Optimization নিয়ে কিছু কথা


(On page optimization শুরু করার পূর্বে আপনাকে আপনার সাইটের কি ওয়ার্ড নির্বাচন করে আপনার সাইটে কিছু পোস্ট করতে হবে। যখন আপনার সাইটে মোটামুটি ২০-২৫ টি মানসম্মত পোস্ট থাকবে তখন আপনি onpage optimization এর পর্যায়ক্রমিক ধাপ গুলো অনুসরণ করবেন।)

শুরুতেই বলে নেয়া উচিত onpage optimization কি? onpage optimization হল SEO এর প্রথম ধাপ। এই ধপটি খুব সহজ। এই ধাপে আপনাকে কিছু কাজ করলেই চলে। যেমন-
প্রথমে এক নজরে আপনাকে যা যা করতে হবে তা দেয়া হল-

১. আপনাকে প্রথমে আপনার সাইটের জন্য meta tag তৈরি করতে হবে এবং তা আপনার সাইটের html এর head section এর title tag এর ঠিক উপরে paste করতে হবে।
২. meta tag, আপনার সাইটের html paste করার পর আপনাকে গুগল এর কাছে আপনার সাইট জমা দিতে হবে।
৩. এবার google webmaster tools এ আপনার সাইট জমা দিতে হবে।
৪. এবার আপনার সাইটের site map তৈরি করতে হবে। (সাইট ম্যাপ হল আপনার সামগ্রিক সাইটের একটি ম্যাপ যা সার্চ ইঞ্জিন কে আপনার সাইট সম্পর্কে একটা clear ধারনা দেয়। যেমন- আপনার হাতে বাংলাদেশ এর একটি ম্যাপ থাকলে আপনি বাংলাদেশ এর কোথায় কোন জেলা আছে তা সহজেই জানতে পারেন, ঠিক তেমনি সার্চ ইঞ্জিন যেমন- গুগল এর কাছে যদি আপনার সাইটের সাইটম্যাপ থাকে তাহলে গুগল সহজেই বুঝতে পারবে আপনার সাইটের কোথায় কি আছে।) সাইটম্যাপ তৈরি করা হলে তা FTP Software দিয়ে আপনার সাইটে আপলোড করুন।
৫. আপনার তৈরিকৃত এই সাইটম্যাপ গুগল এর কাছে সঠিক ভাবে সাবমিট করতে হবে।

উপরের ধাপ গুলো আপনি যদি একটার পর একটা করে কমপ্লিট করেন তাহলে আপনার on page optimization কাজ শেষ হয়ে যাবে। নিচে উপরের বর্ণিত ধাপ গুলো বিস্তর ভাবে আলোচনা করা হল।

How to use Meta tag


১. আপনাকে প্রথমে আপনার সাইটে একটি মেটা ট্যাগ তৈরী করতে হবে। meta tag তৈরি করার জন্য আপনাকে একটি html এর code এর প্রয়োজন হবে। আপনাদের জন্য আমি একটি মেটা ট্যাগ এর html code এখানে দিয়ে দিলাম-

<meta content='' এখানে আপনার বা আপনার client এর সাইটের বর্ণনা দিন'' name=''description''/>
<meta content='' এখানে আপনার বা আপনার client এর সাইটের keyword গুলো কমা দিয়ে লিখুন '' name=''keywords''/>
<meta content='' এখানে আপনার বা আপনার client এর সাইটের যিনি মালিক তার নাম লিখুন '' name=''author''/>

অথবা,

<meta name=description” content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের বর্ণনা দিন” />
<meta name=”keywords” content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের keyword গুলো কমা দিয়ে লিখুন” />
<meta name=”author” content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের যিনি মালিক তার নাম লিখুন” />
Example
<meta name="description" content="this site is about online earning free tutorial and earn money" />
<meta name="keywords" content="online earn money bd, online tutorials, free tutorials, photoshop tutorials, free blogger tutorials, seo tutorials, web design tutorials " />
<meta name="author" content="uzzal malek" />
<meta charset="UTF-8" />

আপনি উপরে বর্ণিত দুটি মেটা ট্যাগ কোড এর মধ্যে যে কোন একটি ব্যাবহার করতে পারবেন। তবে আমি নিচের টি ব্যাবহার করার ই পরামর্শ দেই।

মনে রাখবেন মেটা ট্যাগ এ আপনি কখনও বড় হাতের লেখা ব্যবহার করবেন না, সবসময় ছোট হাতের লেখা ব্যাবহার করবেন। আপনার তৈরি করা মেটা ট্যাগটি আপনার বা আপনার clint এর সাইটের html অপশনের হেড সেকশনের ঠিক নিচেই পেস্ট করুন।

২. তারপর আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনার সাইট গুগল এবং ইয়াহু তে সাবমিট করতে হবে। এটি করার মাধ্যমেই আপনার আসল কাজ শুরু হবে। এ কাজটি করার জন্য আপনাকে www.google.com/addurl এ যেতে হবে অথবা গুগল এ submit url লিখে সার্চ দেন। তারপর দেওয়া লিংক টিতে প্রবেশ করুন এবং আপনার সাইট এর এড্রেস টি লিখুন (নির্দিষ্ট বক্সে) তারপর captcha entry করুন, তারপর সাবমিট এ ক্লিক করুন।

৩. তারপর আপনাকে পর্যায়ক্রমে google webmaster tools ব্যবহার শুরু করতে হবে। নিচে এই সম্পর্কে আলোচনা করা হল।
Google Webmaster Tool কী, কেন?
Google webmaster tool হল SEO এর প্রাণ, এই টুল টিই আপনার সাইটের SEO এর জন্য প্রধান ভুমিকা পালন করবে। প্রকৃত পক্ষে আপনি এই টুল ছাড়া সফল SEO এর কাজ করতে পারবেন না। কারন আপনি যানেন প্রায় সব লোকই Search Engine হিসেবে Google ই ব্যাবহার করে। আর আপনি যদি আপনার সাইট এর জন্য এই গুগল কেই ইউজ না করেন তবে আপনার SEO ই বৃথা।

এবার আসুন জানি, এই টুল দিয়ে আসলে কি কি করা যায়?

এই টুল টির সাহায্যে আপনি আপনার সাইটের যাবতীয় SEO এর কাজের রক্ষনাবেক্ষন করতে পারবেন। যেমন- আপনি এই টুলের সাহায্যে আপনি আপনার বা আপনার clint এর সাইটের Sitemap গুগল এর কাছে সাবমিট করতে পারবেন। এছাড়াও আপনি আপনার সাইটের ভিজিটর সম্পর্কেও জানতে পারবেন। আপনার সাইটে SEO তে কোন Error হল কিনা তাও আপনি জানতে পারবেন।

নিজে ব্যাবহার করে দেখতে- google webmaster tool লিখে গুগলে সার্চ দেন এবং প্রথম সার্চ রেজাল্টে দেখুন google.com/webmaster/tools নামে একটা সাইট এসেছে, সেটাতে ক্লিক করুন। তারপর আপনাকে লগইন করতে হবে গুগল অ্যাকাউন্ট দিয়ে। তারপর সেখানে গিয়ে আপনার সাইটটি add করতে হবে। আপনার সাইটটি add করতে তে প্রথমে verify করতে হবে।

Google webmaster tool site verification


Google webmaster tool এ কীভাবে আপনার সাইট verify করবেন?
Google webmaster tool এ কোন সাইট নিয়ে কাজ করতে হলে আপনাকে আগে অবশ্যই আপনার সাইট টিকে নিজের সাইট হিসেবে প্রুভ করতে হবে। এর জন্য Google webmaster tool এ গিয়ে আপনি যখন কোন সাইট কে add করবেন, তখন সত্যি সত্যি সেটা আপনার সাইট কিনা তা verify করতে হবে। আপনি যে সাইটটি google webmaster toolsadd করে চাইছেন তা আপনার সাইট কিনা তা পরীক্ষার জন্য আপনাকে গুগল দুইটি পদ্ধতি অফার করে থাকে, এর মধ্যে দুটি পদ্ধতি হল-
.          html code এর মাধ্যমে
.          file upload এর মাধ্যমে

Html code: এই পধতিতে গুগল আপনাকে একটি html code দিবে যা আপনাকে আপনার সাইটের html section এ বসাতে হবে। এটি সাধারণত head section-এ বসাতে হয়। এটি সাইট ভেরিফিকেশন এর একটি সহজ উপায়।

File upload: সাইট verification এর আরেকটি অন্যতম সহজ উপায় হল আপনার সাইটে FTP(File Transfer Protocol) এর মাধ্যমে দেওয়া ফাইল আপলোড করা। এ পদ্ধতিতে আপনাকে গুগল একটি ছোট ফাইল দিবে যা আপনি আপনার সাইটে FTP Software এর মাধ্যমে upload করবেন। তারপর গুগল আপনার সাইট ব্রাউজ করে ওই ফাইলটি পেলে আপনার সাইটটি verify হয়ে যাবে আর আপনি আপনার বা আপনার client এর সাইটের জন্য Google webmaster tool ব্যবহার করার অনুমতি পাবেন।

এই দুই পদ্ধতির যে কোন একটির মাধ্যমে আপনি আপনার সাইট Google webmaster toolverify করিয়ে Google webmaster tool এর সকল সুবিধা ভোগ করতে পারবেন।

- আপনি যদি blogger নিয়ে কাজ করেন তাহলে এই সাইট ভেরিফিকেশনের কোন দরকার হবে না, আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ফ্রী ব্লগ খুলেছেন সেই অ্যাকাউন্ট দিয়ে গুগল ওয়েবমাস্টার টুল এ লগইন করলে আপনি সরাসরি আপনার ফ্রী ব্লগকে আপনার লিস্টে দেখতে পাবেন।

How to use file zilla software


FTP এর মাধ্যমে কিভাবে File Upload করতে হয়?ঃ

Google webmaster tool এ সাইট ভেরিফাই করতে হলে আপনাকে FTP এর মাধ্যমে আপনার সাইটে File Upload করতে হতে পারে, এ ক্ষেত্রে আপনি সমস্যায় পরতে পারেন। এই জন্য এই পোস্ট।

এই কাজটি করার জন্য আপনাকে যা যা করতে হবে।
প্রথমে file zilla নামক software টি open করে install করুন। এবার এটি open করুন। দেখবেন উপরে login করার জন্য কিছু ঘর দেয়া আছে। এখন কথা হল এই ঘর গুলতে যে যে ডাটা বসাতে হবে তা আপনি কোথায় পাবেন? এর জন্য আপনি আপনার সাইটের cpannel মানে hosting সাইটে login করে FTP অংশে যান, সেখানে গেলেই আপনি দেখতে পারবেন, FTP তে Login করার জন্য যাবতীয় জিনিস সেখানে দেয়া আছে। এবার এই ডাটা গুলো বসিয়ে FTP তে login করুন। এবার আপনার বামদিকে দেখবেন আপনার কম্পিউটার এর ফাইল ব্রাউজ করার অপশন আছে। সেখান থেকে আপনি যে ফাইলটি আপলোড করতে চান সেটি select করুন এবং এর উপর right click করুন দেখবেন upload নামে option চলে এসেছে এবার upload select করলেই দেখবেন এটি বাম দিক থেকে ডান দিকে চলে গেছে। এভাবেই upload করুন আপনার ফাইল।

৪. আপনার মনে আছে তো, আমরা onpage optimization এর যে ধারাবাহিক ৫ টি ধাপ নিয়ে আলোচনা করছিলাম তার ৪র্থ ধাপ এটি? আসলে google webmaster tools নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে ফেলেছি। যাই হোক, onpage optimization এর এই ধাপ টি হল sitemap creation. কিভাবে আপনি আপনার সাইটের জন্য sitemap তৈরি করবেন তা নিচে দেয়া হল।

Create Sitemap


Create Sitemap for your site

Sitemap তৈরির জন্য প্রথেম আপনি প্রথমে www.xml-sitemaps.com এ যান, তারপর নির্ধারিত বক্স এ আপনার সাইটের এড্রেস দেন। আপনার সাইটের এড্রেস এ www লিখবেন না। এই আকারে লিখুন, http://yoursite.com, (এখানে yoursite এর জায়গায় আপনার সাইটের ডোমেইন নামটি লিখুন) সাবমিট ক্লিক করুন তারপর আপনার সাইটম্যাপ তৈরি হয়েছে বলে জানানো হবে। এবার create your sitemap in 4 steps লেখা আছে দেখুন, এর প্রথম লাইনেই দেখুন লেখা আছে download your sitemap from here., এবার here শব্দটার উপর ক্লিক করুন, দেখবেন আপনার সাইটম্যাপ download শুরু হয়েছে। এটি sitemap.xml নাম দিয়ে সেভ করুন, যদি সরাসরি না পারেন তাহলে download folder এ গিয়ে এই মাত্র যে ফাইল টি আপনি download করেছেন তার নাম rename করে sitemap.xml দিন। ব্যাস আপনার সাইটের সাইটম্যাপ এখন রেডি।
এখন আপনার বানানো এই সাইটম্যাপটি FTP এর মাধ্যমে আপনার সাইটে আপলোড করুন।

৫. এটিই on page optimization এর শেষধাপ। এ ধাপে আপনি যে সাইট ম্যাপ বানিয়েছেন তা গুগল এর কাছে সাবমিট করতে হবে। এর জন্য আপনি google webmaster tools এ যান। আপনার সাইট select করুন। এবার একটু নিচে ডান দিকে দেখুন sitemap কথাটি লেখা আছে, সেখানে ক্লিক করুন। এবার add/test a sitemap লেখাটিতে ক্লিক করুন।দেখুন http://yoursite.com/             এ ঠিক এরকম আকারে আপনার সাইট এর পর একটি বক্স আছে, সেই বক্স এ sitemap.xml এই কথাটি লিখুন।
Submit sitemap ক্লিক করুন। দেখুন sitemap submitted এই কথাটি লেখা উঠেছে। এবার refresh the page ক্লিক করুন। দেখুন আপনার সাইটম্যাপটি দেখাচ্ছে।

আর এর মাধ্যমেই শেষ হয়ে গেল আমাদের onpage optimization. এই কাজ গুলো আশা করি আপনি সঠিক ভাবে করতে পেরেছেন। মূলত এই উপরের ধাপ গুলো সঠিক ভাবে করলেই onpage optimization শেষ হয়ে যায়।

Image Alter Tag


Image alter tag সম্পর্কে আসলে তেমন কিছু বলার নেই। কারন, অনেক SEO optimizer মনে করেন যে এটির গুরুত্ব আছে কিন্তু এটি করা তেমন কঠিন নয়, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এটার আসল ব্যাবহার বের করতে পেরেছি। এর সবচেয়ে সহজ পদ্ধতি হল আপনি আপনার সাইটে যখন কোন picture বা image যোগ করবেন তখন এর নাম আপনার কাঙ্ক্ষিত কি ওয়ার্ড দিয়ে সেভ করুন।
যেমন- মনে করুন আপনার keyword হল body building. এখন আপনি আপনার সাইটে body building নিয়ে কোন একটি পোস্ট করবেন। তো এর জন্য আপনার পোস্ট এ আপনি body building সংক্রান্ত একটি image যোগ করতে চাইছেন, তাহলে আগে আপনার image টি যোগাড় করতে হবে। এটি আপনি google image থেকে ডাউনলোড করতে পারেন। এখন আপনি যে image টি সংগ্রহ করলেন তার নাম আপানার কি ওয়ার্ড রিলেটেড যেমন- body building বা great body বা nice chest (যেহেতু আপনার কি ওয়ার্ড body building) ইত্যাদি রাখুন। মানে, আপনার image এর নাম আপনার কি ওয়ার্ড অনুসারে দিন। এবার image টি আপনার পোস্ট এ upload করে দিন। এটি ই হল image alter tag.

আবার বিভিন্ন প্লাটফরম (যেমন- joomla) এর কোন পোস্ট এ image যোগ করার সময় আপনি দেখতে পাবেন যে, image alt নামে একটি আলাদা box দেয়া আছে, আপনার যদি এমন বক্স থাকে তাহলে আপনি চাইলে আপনার image এর কী ওয়ার্ড সেই বক্স এও লিখে দিতে পারেন।

Wordpress


Wordpress SEO এর সুবিধা।

আপনি যদি Wordpress দিয়ে আপনার সাইট বানাতে চান তবে SEO এর ক্ষেত্রে আপনি একটু বাড়তি সুবুধা পাবেন। যেমন- wordpress এ বিভিন্ন plagin রয়েছে। এর মধ্যে একটি হল all in one seo pack, এই টুল টি দারুন একটা জিনিস, আপনি এর ব্যাবহারে খুব সহজেই আপনার সাইটের প্রত্যেকটি পোস্ট SEO উপযোগী করতে পারবেন খুব সহজেই বিনা পরিশ্রমে। এই প্লাগ ইন টি আপনি যোগ করার সাথে সাথে আপনি যখন নতুন কোন পোস্ট করবেন তখন পোস্ট এর নিচে আপনি SEO এর জন্য কিছু বক্স দেখতে পাবেন যাতে আপনি আপনার পোস্ট এর কি ওয়ার্ড এবং এর মেটা description দিতে পারবেন। এতে করে আপনার প্রত্যেকটি পোস্ট SEO উপযোগী হয়ে উঠবে খুব কম পরিশ্রমে।

Off page Optimization


Off page Optimization সমগ্র

আমি আগেই বলেছি যে, SEO তে on page optimization হল ৫টি ধাপে সীমাবদ্ধ। এই ৫টি ধাপ করলেই কিন্তু আপনার onpage optimization শেষ। কিন্তু off page optimization এর কোন শেষ নেই। আপনি SEO এর এই section এ যত বেশি শ্রম দিতে পারবেন, আপনার সাইটের উন্নয়ন তত বেশি ঘটবে।

Off page optimization এর কিছু কাজ আছে। নিচে সেগুলো দেয়া হল-
১. back link
২. social bookmarking
৩. forum posting
৪. directory submission
৫. আরও আনুষঙ্গিক কিছু কাজ। যেমন- facebook, twitter, youtube ইত্যাদি।

What is backlink


ব্যাকলিংক কি?

ব্যাকলিংক হল আপনার সাইটের লিংক বিভিন্ন সাইটে ছড়িয়ে দেয়া। এটি হল আপানার সাইটের লিংক অন্যান্য সাইটে শেয়ার এর মাধ্যমে ওই সকল সাইটের সাথে আপনার সাইটটি লিংকইন করা। আপনি এটি করতে পারেন বিভিন্ন সাইটে comment করার মাধ্যমে। আপনি comment এ যদি আপনার সাইটের লিংক টি দিয়ে দেন তবে সেটি গুগল এর কাছে একটি ব্যাকলিংক হিসেবে বিবেচিত হবে। তখন গুগল আপনার সাইট কে প্রাধান্য দিবে। যে সাইটের যত বেশি ব্যাকলিংক আছে সার্চ ইঞ্জিন এর কাছে তার প্রাধ্যন্য তত বেশি।
আমাদের কমবেশি সবার Blogger অথবা WordPress এর ফ্রি Blog web site  আছে আর আমরা সকলেই চাই এই Blog এর মধ্যমে কিছু আয় করতে বা Blog site টি Web Ranking নিয়ে আসতে আর কারণেই আজকে আমার এই Post টি করা টাইটেল দেখেই বুঝতে পাড়ছেন কথা না বাড়িয়ে আমি আপনাদের লিংক গুলো দিচ্ছি
আশা করি লিষ্ঠটি SEO করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর

Exclusive site backlink-6


  Back Link করার জন্য কিছু exclusive ভাল PR (page ranked) সাইট এর লিংক-
Free classified ad posting web sites list

http://www.craigslist.org/
http://gumtree.com/
http://localads.rediff.com/
http://classifieds.bechna.com/
http://www.khojle.in/classifieds/
http://www.adpost.com/in/
http://www.adoos.in
http://www.vivastreet.co.in/
http://quikr.com/
http://clickindia.com/
http://oodle.com/
http://sell.com/
http://classifiedads.com/
http://adquest3d.com/
http://davisstraub.com/
http://classifiedscrossing.com/
http://www.freeadscity.com/
http://www.chooseyouritem.com/
http://rajb2b.com/classified/
http://www.indyapulse.com/Classifieds/
http://www.bupio.com/
http://wantedwants.com/
http://www.dragg.in/classifieds/
http://e-classifieds.net/
http://adsglobe.com/
http://global-free-classified-ads.com/
http://www.classifiedslive.com/
http://www.inetgiant.com/
http://www.vast.com/
http://www.pennysaverusa.com/classifieds/usa/index.html
http://classifieds.webindia123.com/classifieds/asp/index.asp
http://olx.com/
http://www.ebayclassifieds.com/
http://daype.com/
http://ziply.com/
http://www.yakaz.com/
http://www.adeex.in/
http://www.whereincity.com/classifieds/
http://www.bestadboard.com/
http://classifieds.propertykhazana.com/
http://www.meramaal.com/
http://www.indnav.com/Classifieds
http://www.classifiedsden.com/
http://zopdy.com/
http://www.salespider.com/online-classifieds-free-advertising
http://www.free-for-recruiters.com/
http://www.domesticsale.com/
http://www.adsmantra.com/
http://www.claz.org/
http://epage.com/
http://www.traderonline.com/
http://adlandpro.com/
http://www.thisismyindia.com/free_ads/
http://www.recycler.com/
http://www.webcosmo.com/
http://www.hoobly.com/
http://www.freeadlists.com/
http://www.bestwayclassifieds.com/
http://www.webclassifieds.us/
http://www.indiagrid.com/cgi-bin/list.cgi?dmmy=ok&cat=&subcatid=
http://www.bizmartindia.com/index.php
http://postyouradforfree.com/
http://www.loyalmart.com/
http://www.classifieds4me.com/
http://www.boostime.in/
http://classifieds.co.uk/
http://www.askht.com/
http://classifieds.yahoo.com/
http://classifieds.sulekha.com/
http://planetghar.com/
http://bestadforum.com/
http://citynews.com/
http://selloutads.com/
http://worldslist.com/
http://subblurbs.com/
http://kaboo.org/
http://iclads.com/
http://postaroo.com/
http://london.kijiji.ca/
http://freeadvertisingzone.com/
http://freeadvertisingexchange.com/
http://friday-ad.co.uk/
http://www.buysellcommunity.com/
http://businesslist.com/post-classified-ad/
http://google.com/base
http://kaboo.com/
http://www.bharatpatal.org/indian-classifieds.php
http://ww1.highlandclassifieds.com/
http://listings.mid-day.com/
http://kijiji.com/
http://livedeal.com/
http://ozfreeonline.com/
http://www.kugli.com/
http://www.droik.com/
http://isell.com/
http://itsmymarket.com/
http://marketplace.sfgate.com/
http://freeads.biztop.com/
http://economist.com/classifieds
http://ablewise.com/
http://localgrunts.com/
http://caklassifieds.com/
http://expo.live.com/

Exclusive site backlink-5


http://comluv.com/
http://freebloghelp.com/
http://www.women-unlimited.co.uk/
http://buildyourblog.net/latest-articles/
http://blazingminds.co.uk