Showing posts with label Earn From Forex. Show all posts
Showing posts with label Earn From Forex. Show all posts

Sunday, August 10, 2014

Earn From Forex Without Invest


Earn From Forex Without Invest




আসালামুয়ালাইকুম, টেক ফ্যামিলির সদস্য গণ কেমন আচেন সবাই, এই পোস্ট এর মাধ্যমে ফরেক্সএ কিভাবে অ্যাকাউন্ট করলে ১৫ ডলার বোনাস পাওয়া যায় এবং তা দিয়ে আয় করা যায় সেটা বিস্তারিত জানানোর চেষ্টা করব। ধরে নিচ্চি আপনারা ফরেক্স সম্পর্কে কম বেশি জানেন আর না জানলে জানতে পারেন এখান থেকে www.bdpips.com সুরুতে  চলে যান roboforex.com অথবা ক্লিক করুন এখানে open a live account ক্লিক করুন তারপর রেজিস্ট্রেশান এর যে ফরম টি আসবে তা পুরন করুন ঠিক এভাবে


v     ইমেইলএ আপনার ইমেইল আইডি দিন।
v     Name- আপনার জাতীয় পরিচয় পত্রে অথবা পাসপোর্ট অথবা ডেরাইভিং লাইচেঞ্চে আপনার যে নাম আছে সেটি দিন।
v     Country- দিন বাংলাদেশ,
v     Trading Platform-দিন Meta Trader 4,
v     Currency- USD দিন,
v     Account Type- MT4 Pro-cent দিন,
v     Leverage-1:500 দিন,
v     Affiliate Code- lkh দিন এটা না দিলে বোনাস পাওয়া যাবে না।
v     Subscribe to News- টিক দিন
v     Get your welcome bonus টিক দিন
v     Agree তে টিক দিয়ে কেপচা বসিয়ে confirm করুন।

এবার নতুন পেজ ওপেন হলে আপনার কাছে কোড চাবে যা আপনাকে ইমেইল করে দেয়া হয়েছে ইমেইল থেকে আপনার কোড টা কপি করে ফাঁকা ঘরে পেস্ট করে confirm করুন। আপনার রেজিস্ট্রেশান কমপ্লিট এখন verify করার পালা। আপনার প্রোফাইল অপশনএ গিয়ে SMS Verification গিয়ে আপনার ফোন নাম্বার দিন, আপনার ফোন নাম্বারে একটি এসএমএস আসবে তাতে একটি কোড থাকবে কোড টি ফাঁকা ঘরে বসিয়ে confirm করুন। তারপর আবার প্রোফাইল যান Verification ক্লিক করুন যে ফরম টি আসবে তা এভাবে পুরন করুন- 

v     Name- আপনার নাম দিন
v     Number of your National ID card or Passport আপনার জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট অথবা ডেরাইভিং লাইচেঞ্চে আইডি কার্ড এর নাম্বার দিন।
v     Issued by- Government of Bangladesh দিন।
v     Date Issued- আইডি কার্ড পাবার ডেট দিন, আইডি কার্ড এর পেছনে দেখুন।
v     Scan of the document- আপনার আইডি কার্ড এর scan কপি দিন, সাতে অন্য কোন ডকুমেন্ট যেমন নেট বিল এর কপি অথবা ব্যাংক ডকুমেন্ট এর কপি আপলোড করে দিতে পারেন, তাতে Verification তারাতারি হয়।

তারপর submit করুন। - দিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে, এবং ইমেইল এর মাধ্যমে বোনাস একটিভেসন কোড পাঠাবে তারপর রবোফরেক্স এর সাইট থেকে MT4 Pro-Cent সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। ইন্সটল করার পর সফটওয়্যারে আপনার লাইভ অ্যাকাউন্টএ লগইন করুন। এখন navigator bar গিয়ে script ক্লিক করুন তারপর   verify_client গিয়ে ডাবল ক্লিক করুন একটি ফাঁকা ঘর আসবে সেখানে আপনার বোনাস একটিভেসন কোড বসিয়ে activate করুন আপনার অ্যাকাউন্টএ বোনাস ১৫ ডলার যোগ হবে, এখন আপনি এই বোনাস দিয়ে ট্রেডিং করে আয় করুন।

আর একটি সুখবর হচ্ছে রবফরেক্স আপনি শুধু মাত্র ডেমো করে প্রতিজগিতা জিতে ডলার আয় করতে পারেন।