Showing posts with label Amazon/SEO E-Book/ব্লগিং ইবুক বিক্রি করে আয় করুন. Show all posts
Showing posts with label Amazon/SEO E-Book/ব্লগিং ইবুক বিক্রি করে আয় করুন. Show all posts

Sunday, August 10, 2014

Amazan E-Book Sales


আমাজন ডট কমে ইবুক বিক্রি
 
অনেক মানুষ বলে থাকেন আমাজনে বই বিক্রি করা একটি দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়াকিন্তু সত্যটি হচ্ছে এইযে, আমাজন তার গ্রাহক এবং প্রকাশকের কথা চিন্তা করে এর মান ঠিক রাখার জন্য বদ্ধপরিকর

বর্তমানে ইবুকের প্রচুর জনপ্রিয়তা রয়েছে এবং আমাজন এর বইয়ের বাজার বিশ্বব্যাপী সমাদৃত তাই বৃহৎ এই বাজার থেকে স্থায়ী মুনাফা অর্জন করতে চাইলে আপনাকে বেশ কিছু প্রসেস বা নিয়ম মেনে চলতে হবে
আপনি জানেন কি বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা অনলাইনে ইবুক বিক্রয় করে প্রতিমাসে এক লক্ষ টাকারও বেশী অর্থ উপার্জন করছেনতাই আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষে পৌছাতে হলে সেই অনুপাতে কাজ করতে হবে
আমাজনে বই বিক্রয় করা একটি সহজ প্রক্রিয়া এবং এর জন্য আপনাকে কোন অর্থ খরচ করতে হবে না প্রথমে আমাজন ডট কমে আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য দিয়ে একটি একাউন্ট খুলুন তারপর আপনি সহজেই আপনার বইকে আমাজনের বৈশিষ্ট্যযুক্ত ক্যাটালগে যুক্ত করতে পারবেন আমাজন আপনার বইকে তালিকাভুক্ত করার জন্য আপনার বইটি বিক্রয়ের উপরে কিছু কমিশন কাটবে
আপনি যখন আপনার বইটিকে আমাজনের আধুনিক অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে টেক্সট ফরমেটে আপলোড করবেন তখন ডিটিপি স্বয়ংক্রিয়ভাবে আপনার বইটিকে আমাজনের কিন্ডল ফায়ারের উপযোগী ফরমেটে রুপান্তর করবে

আমাজনে কিভাবে আপনার ইবুক বিক্রয় করবেন তার নির্দেশাবলীঃ
তিনটি পছন্দের ফরমেটে এইচটিএমএল, প্লেইন টেক্সট বা মাইক্রোসফট ওয়ার্ড এ আপনার বইএর একটি কপি তৈরি করুন
* আমাজন এর ডিজিটাল প্ল্যাটফর্মে  লগ ইন করুন  আপনার যদি কোন আমাজন আইডি না থাকে তাহলে একটি একাউন্ট তৈরি করুনএকাউন্ট তৈরি করতে এইখানে ক্লিক করুন

* “My Shelf” বাটনে ক্লিক করুন এবং নতুন বই যুক্ত করার জন্য “Add New Item” বাটনে ক্লিক করুন
* অতঃপর আপনার পণ্যের বিবরণ লিখুনশিরোনাম থেকে শুরু করে, সংক্ষিপ্ত সারাংশ বর্ণনা (আর আর 4,000 অক্ষর) যুক্ত করুন একজন লেখকের ক্ষেত্রে লেখকের নাম লিখুন সম্পাদনা নামক বাটনে ক্লিক করুন 
* আপনার বইয়ের জন্য আইএসবিএন নম্বর লিখুন যদিও এটি আবশ্যক নয় কিন্তু এটি একটি ভালো পদ্ধতি আইএসবিএন নম্বর এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করার সুবিধা পাওয়া যায়
আপনি যদি নিজে প্রকাশক হয়ে থাকেন তবে প্রকাশকের স্থানে আপনার নাম লিখুন এবং প্রকাশনার তারিখ যুক্ত করুন
* কপিরাইট সংক্রান্ত তথ্য জুড়ুন
* আপনার বইএর কভার ছবি আপলোড করুন কভার ছবি খুবই গুরুত্বপূর্ণ কারন পাঠক সর্বপ্রথম কভাবের ছবি বা লেখা দেখে বই সম্পর্কে ধারনা লাভ করে
* তারপর ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারে থাকা ফাইলটি আপলোড করুন
* আপলোড সফলভাবে সম্পন্ন হলে এটি পুনর্বিবেচনার জন্য অপেক্ষমান থাকবে একজন প্রতিনিধি আপনার বইটি যাচাই বাছাই করে প্রকাশনার অনুমতি প্রদান করবে
* সবশেষে, আপনার প্রস্তাবিত খুচরা মূল্য উল্লেখ করুন, তারপর সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন এবং তা প্রকাশ করুন
এখন আপনার বইটি সফলভাবে প্রকাশনার জন্য ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে  দেখুন আপনার বইটি আমাজন এর ডিজিটাল প্ল্যাটফর্মে সফলভাবে প্রকাশিত হয়েছে
বিশেষ দ্রষ্টব্যঃ
১.কখনোই কপিরাইট বই অর্থাৎ অন্যের বই আপলোড করবেন না
২.বইয়ের মান ঠিক রাখার চেস্টা করুন
৩.সুন্দর প্রচ্ছদ তৈরিতে মনোযোগ দিন
৪.আন্তর্জাতিক চাহিদা এবং মানুষের কথা চিন্তা করে দাম ঠিক করুন
 
 

Blogging Income By E-Book


ব্লগিং করে আয় করুন ইবুক বিক্রি করে আয় করুন  এস.ই.ও 

অনলাইনে ইবুক লিখার মাধ্যমে আয়
 
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ফ্রিলায়েন্সিং আয়ের ক্ষেত্র হিসেবে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিলায়েন্সার, ওডেস্ক, মাইক্রো ওয়ারকার্স, ইলেন্স ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন ফ্রিলায়েন্সিং সাইট প্রতিনিয়ত তৈরি হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং সাইটকে কেন্দ্র করে নয় এছাড়াও অনলাইনে আয়ের বিভিন্ন রকম নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে এবং তা জনপ্রিয় হয়ে উঠেছে
মানুষ অফিসে বসে কিংবা ঘরের বাইরে বসে যে কোনো কাজ করার চেয়ে ঘরে বসে বসে কাজ করায় অনেকবেশী স্বাচ্ছন্দ্য বোধ করে বিশেষ করে বাংলাদেশের তরুণরা ঘরে বসে অনলাইনে কাজ করতে অনেক বেশী আগ্রহী হয়ে উঠেছেএবং অনেক তরুন আজ অনলাইনে ভাল পরিমানের অর্থ আয় করছে।  

আমরা এই নিবন্ধের মাধ্যমে অনলাইনে ঘরে বসে কাজ করে আয়ের একটি নতুন পদ্ধতি সম্পর্কে জানতে পারবোপদ্ধতিটির নাম হচ্ছে ইবুক থেকে আয়আপনি যদি ভাল লেখক হন কিংবা আপনি যদি লেখালেখির প্রতি অনেক বেশী আগ্রহী হন, তবে আপনি সহজেই ইবুক লিখে তা অনলাইনে বিক্রি করে ভাল পরিমানের অর্থ আয় করতে পারেন এই পদ্ধতিতে আপনার কোন ধরনের খরচ হবেনা অর্থাৎ সম্পূর্ণ বীনা খরচে আপনি ইবুক লিখে এবং সেটা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন

কি কারনে বা কেন আপনি ইবুক লিখবেনঃ-
অনেকেই বলে থাকেন ইবুক লেখার জন্য তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় নাকিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা কথা বা ভুল ধারনা আপনাকে আপনার অভিজ্ঞতা আপনার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে তবে লেখালেখির উপরে যদি আপনার আগ্রহ খুব বেশী থাকে, তাহলে ইবুক লেখার সময় আপনি স্বস্তিবোধ করবেন এবং আজীবন ধরে সেই ইবুক থেকে ভাল পরিমানের অর্থ আয় করতে পারবেন কারন, ইবুক হচ্ছে ডিজিটাল বই যা আপনি আপনার  পছন্দমতো দাম নির্ধারণ করে যতবার খুশী বিক্রি করতে পারবেন
এবং সেই ইবুক বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন

কীভাবে ইবুক লিখবেন ?
ইবুক লেখার ব্যাপারে বেশ কিছু ব্যাপার মাথায় রাখতে হবেপ্রথমে আপনাকে বিষয় নির্বাচন করতে হবে মনে রাখবেন ইবুক তৈরি এবং সেই ইবুকের সফলতার পেছনে যা সবচেয়ে বেশি প্রয়োজন, তাহলো সেই ইবুকের টপিকস বা বিষয় আপনাকে এমন কিছু বিষয় নিয়ে লিখতে হবে যা মানুষের খুবই প্রয়োজনীয় এবং পাঠককে খুব সহজেই আকৃষ্ট করবেলেখার সময় ভাষার ব্যাপারে খেয়াল রাখতে হবে লেখার কোন বানান যাতে ভুল না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবেমার্জিত ভাষা , সহজবোধ্য শব্দ, আকর্ষনীয় ভাষা ইত্যাদি ব্যবহার করতে হবে প্রতিটি বাক্য পড়া মাত্র সহজে বুঝা যায় এমন ভাবে লিখার চেষ্টা করতে হবেলেখার সাথে সাথে ছবি ব্যবহার করতে হবে যা আপনার ইবুকটিকে আকর্ষনীয় করে তুলবে

আপনি চাইলে বিভিন্ন বিষয়ের উপরে ইবুক লিখতে এবং তা প্রকাশ করতে পারেইতবে ইবুকের ব্যাবসায়িক দিক বিবেচনা করলে বর্তমানে যেসকল বিষয়ের উপরে মানুষের চাহিদা রয়েছে সেই সকল বিষয়ের উপর ভিত্তি করে ইবুক লিখা উচিৎ
আপনি চাইলে ওয়েবসাইট, ব্লগ, ফ্রিল্যান্সিং, সাহায্যকারী বিভিন্ন টিপস এবং ট্রিক্স, এফিলিয়েট মার্কেটিং, টিউটোরিয়াল, আপনার সফলতা, টেকনোলজি ইত্যাদি বিসয়ের উপরে ইবুক লিখতে পারেন তবে যে বিষয়টি সম্পর্কে আপনি অনেক বেশী জানেন এবং যে বিষয়টি আপনি ভাল বুঝেন বা যে বিষয়টিতে আপনার দক্ষতা বেশি সেই বিষয়ের উপরেই আপনার ইবুক লেখা উচিৎ বলে আমি মনে করি

ইবুক লিখে আয়ঃ
ইবুক লিখে তা বিক্রি করে আয় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হলেও অভিজ্ঞ লোকদের কাছে তা খুব সহজ একটি পদ্ধতিআপনি আপনার ইবুকটি বিক্রি করার জন্য বিভিন্ন ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন অথবা নিজেই ওয়েবসাইট তৈরি করে সেখানে ইবুক বিক্রি করে আয় করতে পারেন আপনি আপনার যে ওয়েবসাইটে ইবুক বিক্রি করবেন সেই ওয়েবসাইটে ইবুক সম্পর্কিত মানুষকে সহজে আকর্ষন করবে এমন কিছু তথ্য দিয়ে রাখতে পারেন এবং ইবুকের বেশ কিছু দৃষ্টিনন্দন এবং সুন্দর ব্যানার দিয়ে রাখতে পারেন
ইবুক সংক্রান্ত কিছু টিপসঃ
·         ইবুক লিখতে গিয়ে আপনার নিজেরও জ্ঞান বাড়বে যা বাস্তব জীবনে আপনার জন্য অত্যন্ত সহায়ক ভুমিকা পালন করবে
·         আপনার পছন্দের বিষয়ের উপরে নির্ভর করেই আপনি ইবুক লিখতে পারবেন
·         অনেক দেশে বহু মানুষ প্রফেশনাল ইবুক রাইটিংকে পেশা হিসেবে নিয়েছেনতাই আপনিও চাইলে হতে পারেন একজন প্রফেশনাল ইবুক রাইটার

Book Sales Income


ইন্টারনেটে যেকোন ধরনের বই বিক্রয় করে আয়ঃ
ইন্টারনেটে মানুষ যাকিছু ক্রয়-বিক্রয় করে তারমধ্যে বই এক নম্বরে রয়েছেই-বুক রিডার এর প্রসার ও আইপ্যাড সহ অন্যান্য ট্যাবলেট, এমনকি মোবাইল ফোনে বই পড়ার সুযোগ আসার পরপরই এই চাহিদা ক্রমাগত বৃদ্ধি হতে চলেছে
আপনি যদি লেখক হন বা প্রকাশক হন, অথবা বই বিক্রিকে পেশা হিসেবে নিতে চান তাহলে এটা সম্ভাবনাময় একটি ক্ষেত্রসমস্যা হচ্ছে নিজে নিজে বিক্রি করার জন্য আপনাকে একটি ভাল মানের ওয়েবসাইট তৈরী করতে হবেসত্যিকারের সমস্যা হচ্ছে প্রচারের ব্যবস্থা করতে হবে এবং পাঠকের কাছে পৌঁছাতে হবেসেই সাথে অর্থ লেনদেনের বিষয় তো রয়েছেই্ অথচ বইয়ের প্রচারের জন্য গুগলের রয়েছে বিনামূল্য একটি সেবা ব্যবস্থাতারা আপনার বই পৌঁছে দেবে যেখানে মানুষ সবচেয়ে বেশি বই কেনে সেখানেআপনার বইয়ের স্বত্ব আপনারই থাকবেবইতে ঠিক কি আছে পাঠককে জানানোর জন্য কয়েকটি পৃষ্টা পড়ার সুযোগ দেয়া হবেগুগল প্রিভিউ নামে তাদের কোড এ কাজ করবেআপনার সাইটের ভিজিটর বইয়ের ভেতরে কি আছে জেনে নেয়ার সুযোগ পাবে আর আপনার বই কি পরিমাণ বিক্রি হল তা থেকে শুরু করে সব ধরনের তথ্য যেকোন সময় জানার সুযোগ পাবেনএ জন্য রেজিষ্ট্রেশন করতে হবে এখানে www.books.google.comclick SKIP AD


Free E-Book Download


ফ্রি ই-বুক ডাউনলোড
জ্ঞান অর্জনে বইয় পাঠের কোন বিকল্প নাই বর্তমান ইন্টারনেটের যোগে এখন বই আরো সহজলভ্য হয়েছেআপনি যেকোন বিষয়ের উপর চার্জ ইঞ্জিনে চার্জ দিলেই আপনার সামনে দেশী-বিদেশী বিভিন্ন বইয়ের সাইট এসে হাজির হবেতা হতে আপনার কাঙ্খিত বই ডাউনলোড করে পড়তে পারবেনএছাড়াও আপনি যদি ফ্রিল্যান্সিং বা অনলাইনে আয় করতে চান সে বিষয়েও অনেক লেখকের ইবুক বা পিডিএফ বই রয়েছতা আপনি সংগ্রহ করে
অনলাইনে আয়ের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারেন ফ্রিল্যান্স বা আউটসোর্সিং একটি স্বাধীন ও আনন্দদায়ক পেশা, যেকোন বিষয়ে ভালভাবে কাজ শিখে আউটর্সোসিংয়ে প্রদার্পন করলে আসলে তারাই বেশি পরিমানে আয় করতে পারে প্রশ্ন থাকতে পারে কি কাজ শিখবো, আপনার যে কাজটা ভাল লাগে তা ভালভাবে শিখুন অথবা আপনি ফ্রিল্যান্স সংক্রান্ত কয়েকটি বই ডাউনলোড করে পড়লে তার থেকে ধারণা নিয়ে ফ্রিল্যান্স মার্কেপ্লেস কোন কাজের চাহিদা বেশী সেসব কাজ শিখতে পারেনতবে কিছু কিছু কাজের চাহিদা ও রেইট বেশি
তবে আপনি শুরুতেই এসইও বা চার্জ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন ইত্যাদির মধ্য থেকে যেকোন একটি কাজ শিখতে পারেন, কারণ এসব কাজের যথেষ্ট চাহিদা ও বায়ারের বাজেট বেশি থাকে উপরোক্ত কাজ গুলি কোথায় শিখবেন তাও প্রশ্ন থাকতে পারে, এর উত্তর মানসম্পন্ন যেকোন প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন বা আপনার কাছাকাছি যেকোন ভাল প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন অথবা ইন্টারনেটে চার্জ দিয়ে বিভিন্ন লেখকের ই-বুক ডাউনলোড করে ও টিউটোরিয়াল পড়ে শিখতে পারেনইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক ফ্রিল্যান্স ট্রেনিং ফার্ম গড়ে উঠেছেগুগুল বা যেকেন চার্জ ইঞ্জিনে গিয়ে চার্জ বক্সে "ফ্রিল্যান্স প্রশিক্ষন" লিখে চার্জ করুন ইংরেজী বা বাংলাতে দুইভাবে চার্জ করতে পারেনতারসাথে আপনার জেলার নাম যুক্ত করে চার্জ করুন-যেমন: "ফ্রিল্যান্স ট্রেনিং ইন্সটিটিউট ইন চট্টগ্রাম", আপনি আপনার জেলার নাম লিখুন, এতে দেখবেন নিচে ঐ জেলার অনেক প্রশিক্ষণ সেন্টার আপনার সামনে হাজির হবেওয়েব সাইট ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন এই শব্দ সমূহ যোগ করেও চার্জ দিতে পারেনদেখবেন আপনার হাতের কাছেই ট্রেনিং সেন্টার পেয়ে যাবেন বাংলা ও ইংরেজী ই-বুক সংক্রান্ত বহু সাইট রয়েছেযেকোন একটি বা এই তিনটি কাজই শিখলে আপনি অনেক অর্থ আয় করতে পারবেন তথা আপনি ভাল পরিমান টাকা আয় করতে পারবেনএসব কাজ শিখলে একই কাজ দিয়ে কয়েকভাবে আয় করা যায়আজ আমি আপনাদেরকে কয়েকটি ভাল মানের লেখকের ফ্রিল্যান্স তথা আউটসোর্সিং সংক্রান্ত ফ্রি ইবুক ডাউনলোড সাইটের সন্ধান দিলাম আপনারা তা থেকে বই ডাউনলোড করতে পারেনআমি নিজেও ইংরেজী ও বাংলা অনেক বই সংগ্রহ করা যায় 
http://www.bookbd.info