ইন্টারনেটে
যেকোন ধরনের বই বিক্রয় করে আয়ঃ
ইন্টারনেটে মানুষ
যাকিছু ক্রয়-বিক্রয় করে তারমধ্যে বই এক নম্বরে রয়েছে। ই-বুক রিডার এর
প্রসার ও আইপ্যাড সহ অন্যান্য ট্যাবলেট, এমনকি মোবাইল ফোনে
বই পড়ার
সুযোগ আসার পরপরই এই চাহিদা ক্রমাগত বৃদ্ধি হতে চলেছে।
আপনি যদি লেখক হন বা প্রকাশক হন, অথবা বই বিক্রিকে পেশা হিসেবে নিতে চান তাহলে এটা সম্ভাবনাময় একটি ক্ষেত্র। সমস্যা হচ্ছে নিজে নিজে বিক্রি করার জন্য আপনাকে একটি ভাল মানের ওয়েবসাইট তৈরী করতে হবে। সত্যিকারের সমস্যা হচ্ছে প্রচারের ব্যবস্থা করতে হবে এবং পাঠকের কাছে পৌঁছাতে হবে। সেই সাথে অর্থ লেনদেনের বিষয় তো রয়েছেই্ অথচ বইয়ের প্রচারের জন্য গুগলের রয়েছে বিনামূল্য একটি সেবা ব্যবস্থা। তারা আপনার বই পৌঁছে দেবে যেখানে মানুষ সবচেয়ে বেশি বই কেনে সেখানে। আপনার বইয়ের স্বত্ব আপনারই থাকবে। বইতে ঠিক কি আছে পাঠককে জানানোর জন্য কয়েকটি পৃষ্টা পড়ার সুযোগ দেয়া হবে। গুগল প্রিভিউ নামে তাদের কোড এ কাজ করবে। আপনার সাইটের ভিজিটর বইয়ের ভেতরে কি আছে জেনে নেয়ার সুযোগ পাবে। আর আপনার বই কি পরিমাণ বিক্রি হল তা থেকে শুরু করে সব ধরনের তথ্য যেকোন সময় জানার সুযোগ পাবেন। এ জন্য রেজিষ্ট্রেশন করতে হবে এখানে www.books.google.comclick SKIP AD
আপনি যদি লেখক হন বা প্রকাশক হন, অথবা বই বিক্রিকে পেশা হিসেবে নিতে চান তাহলে এটা সম্ভাবনাময় একটি ক্ষেত্র। সমস্যা হচ্ছে নিজে নিজে বিক্রি করার জন্য আপনাকে একটি ভাল মানের ওয়েবসাইট তৈরী করতে হবে। সত্যিকারের সমস্যা হচ্ছে প্রচারের ব্যবস্থা করতে হবে এবং পাঠকের কাছে পৌঁছাতে হবে। সেই সাথে অর্থ লেনদেনের বিষয় তো রয়েছেই্ অথচ বইয়ের প্রচারের জন্য গুগলের রয়েছে বিনামূল্য একটি সেবা ব্যবস্থা। তারা আপনার বই পৌঁছে দেবে যেখানে মানুষ সবচেয়ে বেশি বই কেনে সেখানে। আপনার বইয়ের স্বত্ব আপনারই থাকবে। বইতে ঠিক কি আছে পাঠককে জানানোর জন্য কয়েকটি পৃষ্টা পড়ার সুযোগ দেয়া হবে। গুগল প্রিভিউ নামে তাদের কোড এ কাজ করবে। আপনার সাইটের ভিজিটর বইয়ের ভেতরে কি আছে জেনে নেয়ার সুযোগ পাবে। আর আপনার বই কি পরিমাণ বিক্রি হল তা থেকে শুরু করে সব ধরনের তথ্য যেকোন সময় জানার সুযোগ পাবেন। এ জন্য রেজিষ্ট্রেশন করতে হবে এখানে www.books.google.comclick SKIP AD
https://books.google.com/partnerclick SKIP AD
http://www.clickbank.comclick SKIP AD
http://ebookwholesaler.comclick SKIP AD
http://www.infogoround.com click SKIP AD
http://www.clickbank.comclick SKIP AD
http://ebookwholesaler.comclick SKIP AD
http://www.infogoround.com click SKIP AD
No comments:
Post a Comment