Sunday, August 10, 2014

Blogging Income By E-Book


ব্লগিং করে আয় করুন ইবুক বিক্রি করে আয় করুন  এস.ই.ও 

অনলাইনে ইবুক লিখার মাধ্যমে আয়
 
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ফ্রিলায়েন্সিং আয়ের ক্ষেত্র হিসেবে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিলায়েন্সার, ওডেস্ক, মাইক্রো ওয়ারকার্স, ইলেন্স ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন ফ্রিলায়েন্সিং সাইট প্রতিনিয়ত তৈরি হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং সাইটকে কেন্দ্র করে নয় এছাড়াও অনলাইনে আয়ের বিভিন্ন রকম নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে এবং তা জনপ্রিয় হয়ে উঠেছে
মানুষ অফিসে বসে কিংবা ঘরের বাইরে বসে যে কোনো কাজ করার চেয়ে ঘরে বসে বসে কাজ করায় অনেকবেশী স্বাচ্ছন্দ্য বোধ করে বিশেষ করে বাংলাদেশের তরুণরা ঘরে বসে অনলাইনে কাজ করতে অনেক বেশী আগ্রহী হয়ে উঠেছেএবং অনেক তরুন আজ অনলাইনে ভাল পরিমানের অর্থ আয় করছে।  

আমরা এই নিবন্ধের মাধ্যমে অনলাইনে ঘরে বসে কাজ করে আয়ের একটি নতুন পদ্ধতি সম্পর্কে জানতে পারবোপদ্ধতিটির নাম হচ্ছে ইবুক থেকে আয়আপনি যদি ভাল লেখক হন কিংবা আপনি যদি লেখালেখির প্রতি অনেক বেশী আগ্রহী হন, তবে আপনি সহজেই ইবুক লিখে তা অনলাইনে বিক্রি করে ভাল পরিমানের অর্থ আয় করতে পারেন এই পদ্ধতিতে আপনার কোন ধরনের খরচ হবেনা অর্থাৎ সম্পূর্ণ বীনা খরচে আপনি ইবুক লিখে এবং সেটা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন

কি কারনে বা কেন আপনি ইবুক লিখবেনঃ-
অনেকেই বলে থাকেন ইবুক লেখার জন্য তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় নাকিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা কথা বা ভুল ধারনা আপনাকে আপনার অভিজ্ঞতা আপনার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে তবে লেখালেখির উপরে যদি আপনার আগ্রহ খুব বেশী থাকে, তাহলে ইবুক লেখার সময় আপনি স্বস্তিবোধ করবেন এবং আজীবন ধরে সেই ইবুক থেকে ভাল পরিমানের অর্থ আয় করতে পারবেন কারন, ইবুক হচ্ছে ডিজিটাল বই যা আপনি আপনার  পছন্দমতো দাম নির্ধারণ করে যতবার খুশী বিক্রি করতে পারবেন
এবং সেই ইবুক বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন

কীভাবে ইবুক লিখবেন ?
ইবুক লেখার ব্যাপারে বেশ কিছু ব্যাপার মাথায় রাখতে হবেপ্রথমে আপনাকে বিষয় নির্বাচন করতে হবে মনে রাখবেন ইবুক তৈরি এবং সেই ইবুকের সফলতার পেছনে যা সবচেয়ে বেশি প্রয়োজন, তাহলো সেই ইবুকের টপিকস বা বিষয় আপনাকে এমন কিছু বিষয় নিয়ে লিখতে হবে যা মানুষের খুবই প্রয়োজনীয় এবং পাঠককে খুব সহজেই আকৃষ্ট করবেলেখার সময় ভাষার ব্যাপারে খেয়াল রাখতে হবে লেখার কোন বানান যাতে ভুল না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবেমার্জিত ভাষা , সহজবোধ্য শব্দ, আকর্ষনীয় ভাষা ইত্যাদি ব্যবহার করতে হবে প্রতিটি বাক্য পড়া মাত্র সহজে বুঝা যায় এমন ভাবে লিখার চেষ্টা করতে হবেলেখার সাথে সাথে ছবি ব্যবহার করতে হবে যা আপনার ইবুকটিকে আকর্ষনীয় করে তুলবে

আপনি চাইলে বিভিন্ন বিষয়ের উপরে ইবুক লিখতে এবং তা প্রকাশ করতে পারেইতবে ইবুকের ব্যাবসায়িক দিক বিবেচনা করলে বর্তমানে যেসকল বিষয়ের উপরে মানুষের চাহিদা রয়েছে সেই সকল বিষয়ের উপর ভিত্তি করে ইবুক লিখা উচিৎ
আপনি চাইলে ওয়েবসাইট, ব্লগ, ফ্রিল্যান্সিং, সাহায্যকারী বিভিন্ন টিপস এবং ট্রিক্স, এফিলিয়েট মার্কেটিং, টিউটোরিয়াল, আপনার সফলতা, টেকনোলজি ইত্যাদি বিসয়ের উপরে ইবুক লিখতে পারেন তবে যে বিষয়টি সম্পর্কে আপনি অনেক বেশী জানেন এবং যে বিষয়টি আপনি ভাল বুঝেন বা যে বিষয়টিতে আপনার দক্ষতা বেশি সেই বিষয়ের উপরেই আপনার ইবুক লেখা উচিৎ বলে আমি মনে করি

ইবুক লিখে আয়ঃ
ইবুক লিখে তা বিক্রি করে আয় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হলেও অভিজ্ঞ লোকদের কাছে তা খুব সহজ একটি পদ্ধতিআপনি আপনার ইবুকটি বিক্রি করার জন্য বিভিন্ন ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন অথবা নিজেই ওয়েবসাইট তৈরি করে সেখানে ইবুক বিক্রি করে আয় করতে পারেন আপনি আপনার যে ওয়েবসাইটে ইবুক বিক্রি করবেন সেই ওয়েবসাইটে ইবুক সম্পর্কিত মানুষকে সহজে আকর্ষন করবে এমন কিছু তথ্য দিয়ে রাখতে পারেন এবং ইবুকের বেশ কিছু দৃষ্টিনন্দন এবং সুন্দর ব্যানার দিয়ে রাখতে পারেন
ইবুক সংক্রান্ত কিছু টিপসঃ
·         ইবুক লিখতে গিয়ে আপনার নিজেরও জ্ঞান বাড়বে যা বাস্তব জীবনে আপনার জন্য অত্যন্ত সহায়ক ভুমিকা পালন করবে
·         আপনার পছন্দের বিষয়ের উপরে নির্ভর করেই আপনি ইবুক লিখতে পারবেন
·         অনেক দেশে বহু মানুষ প্রফেশনাল ইবুক রাইটিংকে পেশা হিসেবে নিয়েছেনতাই আপনিও চাইলে হতে পারেন একজন প্রফেশনাল ইবুক রাইটার

No comments:

Post a Comment