SEO


আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহ্‌ তায়ালার রহমতে ভাল আছেন। আমিও তাঁর দয়ায় আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি। আপনারা যারা অনলাইন থেকে আয় করতে চান কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন, কোথায় কাজক করবেন, কি কাজ করবেন তাদের জন্য

তরুণরা পড়ালেখা এবং অন্যান্য কাজের পাশাপাশি অনলাইন থেকে এসইও এর কাজ করে আয় করুন। পোস্টটি ধৈর্য্য ধরে বিস্তারিত পড়ুন

কতদিন লাগবে এসইও শিখতে

আপনি যদি একেবারে নতুনও হন, তবুও আপনার এসইও শিখতে এক মাস লাগতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এত দিন লাগে না। মানে আপনি যদি ১৫-২০ দিন ভালভাবে চেস্টা করেন তাহলেই ফুল এসইও এর কাজ শিখে ফেলতে পারবেন। এটা আসলেই সোজা এবং নতুনদের জন্য এক বিশেষ প্লাস পয়েন্ট

তাহলে কোথায় শিখবেন এসইও ??

এসইও এর কাজ শেখায় এমন অনেক কোম্পানি রয়েছে বাংলাদেশে। এদের অধিকাংশই এসইও এর কোর্স শেখাতে ১০-১৫ হাজার টাকা নিয়ে থাকে। ফলে নতুনদের জন্য এটি এক বিশাল বড় বাধা হয়ে দাড়ায় আবার দৈনন্দিন কাজের পাশাপাশি এত সময় দিয়ে কাজ শেখাটাও সমস্যা হয়ে দাঁড়ায়
ঠিক এমনটি বিবেচনা করেই http://onlineearnmoneybd.blogspot.com আপনাদের জন্য নিয়ে এসেছে পূর্ণাঙ্গ রূপে এসইও এর কাজ শেখা এবং অনলাইনে আয়ের উপর সম্পূর্ণ বাংলা ভাষায় Free টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি অত্যন্ত সহজ ভাষায় বিস্তারিত করে তৈরি করা হয়েছে এটি দেখে একদম যারা নতুন তারাও এসইও এর কাজ শিখতে পারবেন এবং সাথে কাজ শেখার পর কিভাবে কাজ করে আয় করবেন সেই দিকগুলোও এখানে হাতে কলমে করে দেখানো হয়েছে এই টিউটোরিয়াল দেখলে এসইও এর জন্য আপনার আলাদা করে কোন প্রকার প্রাতিষ্ঠানিক কোর্স করার প্রয়োজন হবে না। এই টিউটোরিয়াল দেখে আপনি ঘরে বসেই প্রফেশনাল মানের কাজ শিখতে পারবেন। টিউটোরিয়াল বের করার সাথে সাথেই তুমুল সাড়া এবং প্রশংসিত হয়েছে।
















Back Link করার জন্য কিছু exclusive ভাল PR (page ranked) সাইট এর লিংক-






 

No comments:

Post a Comment