Image alter tag সম্পর্কে আসলে তেমন কিছু বলার নেই। কারন, অনেক SEO
optimizer মনে করেন যে এটির গুরুত্ব আছে কিন্তু
এটি করা তেমন কঠিন নয়, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এটার আসল ব্যাবহার বের করতে
পেরেছি। এর সবচেয়ে সহজ পদ্ধতি হল আপনি আপনার সাইটে যখন কোন picture
বা image যোগ করবেন তখন এর নাম আপনার কাঙ্ক্ষিত কি ওয়ার্ড দিয়ে
সেভ করুন।
যেমন- মনে করুন আপনার keyword হল body building. এখন আপনি
আপনার সাইটে body building নিয়ে কোন একটি পোস্ট করবেন। তো এর জন্য আপনার পোস্ট এ আপনি body
building সংক্রান্ত একটি image
যোগ করতে চাইছেন, তাহলে আগে আপনার image
টি যোগাড় করতে হবে। এটি আপনি google image থেকে ডাউনলোড করতে পারেন। এখন আপনি যে image টি সংগ্রহ করলেন তার নাম আপানার কি ওয়ার্ড রিলেটেড যেমন-
body building বা great
body বা nice chest (যেহেতু আপনার কি ওয়ার্ড body
building) ইত্যাদি রাখুন। মানে, আপনার image
এর নাম আপনার কি ওয়ার্ড অনুসারে দিন।
এবার image টি
আপনার পোস্ট এ upload করে
দিন। এটি ই হল image alter tag.
আবার বিভিন্ন প্লাটফরম (যেমন- joomla) এর কোন পোস্ট এ image যোগ করার সময় আপনি দেখতে পাবেন যে, image
alt নামে একটি আলাদা box
দেয়া আছে, আপনার যদি এমন বক্স থাকে
তাহলে আপনি চাইলে আপনার image এর কী ওয়ার্ড সেই বক্স এও লিখে দিতে পারেন।
No comments:
Post a Comment