Friday, August 8, 2014

Wordpress


Wordpress SEO এর সুবিধা।

আপনি যদি Wordpress দিয়ে আপনার সাইট বানাতে চান তবে SEO এর ক্ষেত্রে আপনি একটু বাড়তি সুবুধা পাবেন। যেমন- wordpress এ বিভিন্ন plagin রয়েছে। এর মধ্যে একটি হল all in one seo pack, এই টুল টি দারুন একটা জিনিস, আপনি এর ব্যাবহারে খুব সহজেই আপনার সাইটের প্রত্যেকটি পোস্ট SEO উপযোগী করতে পারবেন খুব সহজেই বিনা পরিশ্রমে। এই প্লাগ ইন টি আপনি যোগ করার সাথে সাথে আপনি যখন নতুন কোন পোস্ট করবেন তখন পোস্ট এর নিচে আপনি SEO এর জন্য কিছু বক্স দেখতে পাবেন যাতে আপনি আপনার পোস্ট এর কি ওয়ার্ড এবং এর মেটা description দিতে পারবেন। এতে করে আপনার প্রত্যেকটি পোস্ট SEO উপযোগী হয়ে উঠবে খুব কম পরিশ্রমে।

No comments:

Post a Comment