বাংলদেশে অনলাইনে অর্থ আদান-প্রদান
বর্তমানে অনলাইন
অর্থ উপার্জন আর স্বপ্ন নয় এখন তা বাস্তব। অনলাইনে টাকা আয়ের বহু পথ ও পদ্ধতি
রয়েছে। নিজ
ওয়েব
সাইটের মাধ্যমে, ফ্রিল্যান্সিং করে, ই-কমার্স
সহ বিভিন্নভাবে টাকা আয় করা যায়। ইন্টারনেটে টাকা আয় করলে তো চলবে না। উক্ত অর্থ আপনার হাতে আনার জন্য অনলাইনে
রয়েছে অর্থ লেনদেনের বহু মাধ্যম। সাধারণত আমরা ব্যাংকে একাউন্ট খোলে তাতে
টাকা জমা বা উত্তোলন করি। কিন্তু
অনলাইনে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আপনাকে কাজ করতে হবে ও অর্থ লেনদেন
করতে হবে। বিশ্বব্যাপী
স্বীকৃতি
অনেক পেমেন্ট মেথড রয়েছ। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য। পেপাল তার প্রথম সারির
পেমেন্ট মেথড,
কিন্তু বাংলাদেশে সব সাইট সাপোর্ট করেনা। সেক্ষেত্রে বাংলাদেশের
জন্য বর্তমানে অনলাইন অর্থ লেনদেনের ভাল মাধ্যম সমূহ নিম্নরূপ:
https://www.papal.com
এদের নিয়ম কানুন খুবই কড়াকড়ি, একজন ব্যক্তি একের অধিক একাউন্ট খুলতে পারবে না। ডুকুমেন্টের স্কেন কপি যেমন: ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট সাবমিট সাপেক্ষে একাউন্ট ভেরিফাই করতে হয়। অন্যথায় একাউন্টে লেনদেন করতে দিবে না। উক্ত সাইটের মাধ্যমে আপনি আপনার লোকাল ব্যাংকে টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়াও নেটেলার ফ্রি মাষ্টারকার্ড দিয়ে থাকে, উক্ত কার্ডের মাধ্যমে বাংলাদেশের যেকোন মাষ্টারকার্ড সাপোর্ট করে এমন এটিএম বুথ থেকে
টাকা উত্তোলন করতে পারবেন। এ সব কোম্পানীতে লেনদেন খুবই নিরাপদ। যা হোক
এখন কিভাবে পাইজা একাউন্ট খোলা যায় তা ছবি সহ উপস্থাপন করা হলো:
এখন কিভাবে পাইজা একাউন্ট খোলা যায় তা ছবি সহ উপস্থাপন করা হলো:
alertpay
is now payza
প্রথমে আপনি এ লিংকে যান তারপর নিচের নির্দেশনা মোতাবেক সাইনআপ চিহ্নিত স্থানে ক্লিক করুন, এলার্টপে এখন পাইজা, ছবি গুলো এলার্টপে নাম করণ থাকা অবস্থায় নেওয়া হয়েছে, এতে কোন সমস্যা নেই, নিয়ম প্রায় তারা একই রেখেছে কেবল ফিচার সমূহ পরিবর্তন করা হয়েছে। তাই ছবি দেখে রেজিষ্ট্রেশন করুন
এরপর নিচের ছবিতে তীর চিহ্নিত স্থানে Your country স্থলে দেশ এর নাম বাংলাদেশ সিলেক্ট করুন এবং একাউন্ট টাইপ-এ তীর চিহ্নিত স্থানে Personal Pro সিলেক্ট করুন এরপর Next step-এ ক্লিক করুন।
এরপর নিচের যে ফরম
আসবে তা সঠিকভাবে পূরণ করুন। এরপর Next step এ ক্লিক করুন
নিচের ছবিতে ফরম এর
দ্বিতীয় অংশ যথানিয়মে পূরণ করুন।
এরপর Final Step-এ ক্লিক
করুন।
এরপর আপনার একাউন্ট খোলা
সম্পন্ন হয়েছে বিধায় নিচের ছবির মত অভিনন্দন জানিয়ে একটি বার্তা আসবে।
এতে পাইজা কর্তৃক প্রেরিত ইমেইলটি চেক করে একাউন্ট ভেলিডেশন লিংকে ক্লিক করে একাউন্ট ভেরিফাই করে নিতে বলা হয়েছে। এতে আপনি ব্যবহৃত
ইমেইলের ইনবক্স চেক উক্ত লিংকে ক্লিক করে একাউন্ট ভেলিডেড করে নিন। এরপর পাইজা একাউন্টে লগিং করে একাউন্ট ভেরিফাইপ করেন নিন, যদি লগিং করা থাকা তাহলে দরকার নেই। নিচের ছবির মত
Payza6
এতে ডান পার্শ্বে উপরে Personal
Verified লিংকে ক্লিক করে নিচের দিকে Verification অপশনে
ক্লিক
করে ডুকুমেন্ট আপলোড করুন, যেমন: জাতীয় পরিচয়
পত্র বা পাসপোর্ট কপি ইত্যাদি আপলোড করে একাউন্ট ভেরিফিকেশন করে নিন। ব্যাংকে টাকা আনতে ব্যাংক
একাউন্ট
সংক্রান্ত তথ্য দিয়ে একাউন্ট যুক্ত করে নিন। এরপর নিশ্চিন্তে লেনদেন করুন।