Friday, August 8, 2014

How to find blog comment site address?


কিভাবে খুজে বের করবেন ব্লগ কমেন্টের জন্য সাইট এড্রেস?

SEO এর কাজ করতে হলে ব্যাকলিংক করা আবশ্যক, আর এর প্রধান কাজই হল ব্লগ কমেন্ট, তাই এর জন্য আপনার প্রয়োজন লিগেল ওয়ার্কিং সাইট খুজে বের করা, আজ আমি আপনাদের একটি জটিল পদ্ধতি দেখাব যা দিয়ে আপনি খুব সহজেই খুজে বের করতে পারবেন এই সব সাইট। এর জন্য আগে আপনি আপনার কী ওয়ার্ড গুগলে লিখে সার্চ দেন, প্রথমেই যে সাইটটি পাবেন তার হোম পেজ এর এড্রেস সংগ্রহ করুন। এবার alexa.com এ যান, আপনার পাওয়া সেই সাইট টির এড্রেস সেখানে দেয়া বক্সে পেস্ট করুন, এন্টার প্রেস করুন। এবার দেখুন ওই সাইটের ট্রাফিক সংক্রান্ত বিষয় আপনার সামনে দেয়া হয়েছে, ভাল করে খেয়াল করুন, দেখবেন যে, সেখানে site linking in- xx নামে একটা লাইন আছে। এখানে xx দ্বারা ৫০,৬০,৭০,১০,১৫ ইত্যাদি বোঝানো হয়েছে, xx এর জায়গায় যে সংখ্যাটি দেখবেন তাতে ক্লিক করুন, এবার আপনি ওই সাইটটি যে সকল সাইটের সাথে তার সাইট লিংকইন করিয়েছেন তা আপনি দেখতে পারবেন, মানে যে সকল সাইট ওই সাইটের ব্যাকলিংক দিয়েছে আপনিও ওই সকল সাইট পেয়ে গেলেন। এভাবে আগে ভাল page rank এর কিছু সাইট গুগল থেকে খুজে বের করুন তারপর alexa এর হেল্প নিয়ে ওই সাইট গুলো যে সকল সাইটে তাদের নিজের জন্য ব্যাকলিংক করেছে তা জেনে নিন।

Page Rank কি?

আপনি যখন কোন সাইটকে গুগল এর কাছে জমা দেন তখন গুগল আপনার সাইটের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা (analysis) করে, যেমন- আপানার ভিজিটর কত, আপনার ব্যাকলিংক এর সংখ্যা কত ইত্যাদি। এই সকল বিষয় বিবেচনা করে গুগল আপনার সাইট কে ranking করে থাকে। এটাই হল page rank বা PR. যার PR যত বেশি তার মান তত বেশি।

No comments:

Post a Comment