Friday, August 8, 2014

How to use file zilla software


FTP এর মাধ্যমে কিভাবে File Upload করতে হয়?ঃ

Google webmaster tool এ সাইট ভেরিফাই করতে হলে আপনাকে FTP এর মাধ্যমে আপনার সাইটে File Upload করতে হতে পারে, এ ক্ষেত্রে আপনি সমস্যায় পরতে পারেন। এই জন্য এই পোস্ট।

এই কাজটি করার জন্য আপনাকে যা যা করতে হবে।
প্রথমে file zilla নামক software টি open করে install করুন। এবার এটি open করুন। দেখবেন উপরে login করার জন্য কিছু ঘর দেয়া আছে। এখন কথা হল এই ঘর গুলতে যে যে ডাটা বসাতে হবে তা আপনি কোথায় পাবেন? এর জন্য আপনি আপনার সাইটের cpannel মানে hosting সাইটে login করে FTP অংশে যান, সেখানে গেলেই আপনি দেখতে পারবেন, FTP তে Login করার জন্য যাবতীয় জিনিস সেখানে দেয়া আছে। এবার এই ডাটা গুলো বসিয়ে FTP তে login করুন। এবার আপনার বামদিকে দেখবেন আপনার কম্পিউটার এর ফাইল ব্রাউজ করার অপশন আছে। সেখান থেকে আপনি যে ফাইলটি আপলোড করতে চান সেটি select করুন এবং এর উপর right click করুন দেখবেন upload নামে option চলে এসেছে এবার upload select করলেই দেখবেন এটি বাম দিক থেকে ডান দিকে চলে গেছে। এভাবেই upload করুন আপনার ফাইল।

৪. আপনার মনে আছে তো, আমরা onpage optimization এর যে ধারাবাহিক ৫ টি ধাপ নিয়ে আলোচনা করছিলাম তার ৪র্থ ধাপ এটি? আসলে google webmaster tools নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে ফেলেছি। যাই হোক, onpage optimization এর এই ধাপ টি হল sitemap creation. কিভাবে আপনি আপনার সাইটের জন্য sitemap তৈরি করবেন তা নিচে দেয়া হল।

No comments:

Post a Comment