Friday, August 8, 2014

Google webmaster tool site verification


Google webmaster tool এ কীভাবে আপনার সাইট verify করবেন?
Google webmaster tool এ কোন সাইট নিয়ে কাজ করতে হলে আপনাকে আগে অবশ্যই আপনার সাইট টিকে নিজের সাইট হিসেবে প্রুভ করতে হবে। এর জন্য Google webmaster tool এ গিয়ে আপনি যখন কোন সাইট কে add করবেন, তখন সত্যি সত্যি সেটা আপনার সাইট কিনা তা verify করতে হবে। আপনি যে সাইটটি google webmaster toolsadd করে চাইছেন তা আপনার সাইট কিনা তা পরীক্ষার জন্য আপনাকে গুগল দুইটি পদ্ধতি অফার করে থাকে, এর মধ্যে দুটি পদ্ধতি হল-
.          html code এর মাধ্যমে
.          file upload এর মাধ্যমে

Html code: এই পধতিতে গুগল আপনাকে একটি html code দিবে যা আপনাকে আপনার সাইটের html section এ বসাতে হবে। এটি সাধারণত head section-এ বসাতে হয়। এটি সাইট ভেরিফিকেশন এর একটি সহজ উপায়।

File upload: সাইট verification এর আরেকটি অন্যতম সহজ উপায় হল আপনার সাইটে FTP(File Transfer Protocol) এর মাধ্যমে দেওয়া ফাইল আপলোড করা। এ পদ্ধতিতে আপনাকে গুগল একটি ছোট ফাইল দিবে যা আপনি আপনার সাইটে FTP Software এর মাধ্যমে upload করবেন। তারপর গুগল আপনার সাইট ব্রাউজ করে ওই ফাইলটি পেলে আপনার সাইটটি verify হয়ে যাবে আর আপনি আপনার বা আপনার client এর সাইটের জন্য Google webmaster tool ব্যবহার করার অনুমতি পাবেন।

এই দুই পদ্ধতির যে কোন একটির মাধ্যমে আপনি আপনার সাইট Google webmaster toolverify করিয়ে Google webmaster tool এর সকল সুবিধা ভোগ করতে পারবেন।

- আপনি যদি blogger নিয়ে কাজ করেন তাহলে এই সাইট ভেরিফিকেশনের কোন দরকার হবে না, আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ফ্রী ব্লগ খুলেছেন সেই অ্যাকাউন্ট দিয়ে গুগল ওয়েবমাস্টার টুল এ লগইন করলে আপনি সরাসরি আপনার ফ্রী ব্লগকে আপনার লিস্টে দেখতে পাবেন।

No comments:

Post a Comment