Friday, August 8, 2014

How to use Meta tag


১. আপনাকে প্রথমে আপনার সাইটে একটি মেটা ট্যাগ তৈরী করতে হবে। meta tag তৈরি করার জন্য আপনাকে একটি html এর code এর প্রয়োজন হবে। আপনাদের জন্য আমি একটি মেটা ট্যাগ এর html code এখানে দিয়ে দিলাম-

<meta content='' এখানে আপনার বা আপনার client এর সাইটের বর্ণনা দিন'' name=''description''/>
<meta content='' এখানে আপনার বা আপনার client এর সাইটের keyword গুলো কমা দিয়ে লিখুন '' name=''keywords''/>
<meta content='' এখানে আপনার বা আপনার client এর সাইটের যিনি মালিক তার নাম লিখুন '' name=''author''/>

অথবা,

<meta name=description” content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের বর্ণনা দিন” />
<meta name=”keywords” content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের keyword গুলো কমা দিয়ে লিখুন” />
<meta name=”author” content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের যিনি মালিক তার নাম লিখুন” />
Example
<meta name="description" content="this site is about online earning free tutorial and earn money" />
<meta name="keywords" content="online earn money bd, online tutorials, free tutorials, photoshop tutorials, free blogger tutorials, seo tutorials, web design tutorials " />
<meta name="author" content="uzzal malek" />
<meta charset="UTF-8" />

আপনি উপরে বর্ণিত দুটি মেটা ট্যাগ কোড এর মধ্যে যে কোন একটি ব্যাবহার করতে পারবেন। তবে আমি নিচের টি ব্যাবহার করার ই পরামর্শ দেই।

মনে রাখবেন মেটা ট্যাগ এ আপনি কখনও বড় হাতের লেখা ব্যবহার করবেন না, সবসময় ছোট হাতের লেখা ব্যাবহার করবেন। আপনার তৈরি করা মেটা ট্যাগটি আপনার বা আপনার clint এর সাইটের html অপশনের হেড সেকশনের ঠিক নিচেই পেস্ট করুন।

২. তারপর আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনার সাইট গুগল এবং ইয়াহু তে সাবমিট করতে হবে। এটি করার মাধ্যমেই আপনার আসল কাজ শুরু হবে। এ কাজটি করার জন্য আপনাকে www.google.com/addurl এ যেতে হবে অথবা গুগল এ submit url লিখে সার্চ দেন। তারপর দেওয়া লিংক টিতে প্রবেশ করুন এবং আপনার সাইট এর এড্রেস টি লিখুন (নির্দিষ্ট বক্সে) তারপর captcha entry করুন, তারপর সাবমিট এ ক্লিক করুন।

৩. তারপর আপনাকে পর্যায়ক্রমে google webmaster tools ব্যবহার শুরু করতে হবে। নিচে এই সম্পর্কে আলোচনা করা হল।
Google Webmaster Tool কী, কেন?
Google webmaster tool হল SEO এর প্রাণ, এই টুল টিই আপনার সাইটের SEO এর জন্য প্রধান ভুমিকা পালন করবে। প্রকৃত পক্ষে আপনি এই টুল ছাড়া সফল SEO এর কাজ করতে পারবেন না। কারন আপনি যানেন প্রায় সব লোকই Search Engine হিসেবে Google ই ব্যাবহার করে। আর আপনি যদি আপনার সাইট এর জন্য এই গুগল কেই ইউজ না করেন তবে আপনার SEO ই বৃথা।

এবার আসুন জানি, এই টুল দিয়ে আসলে কি কি করা যায়?

এই টুল টির সাহায্যে আপনি আপনার সাইটের যাবতীয় SEO এর কাজের রক্ষনাবেক্ষন করতে পারবেন। যেমন- আপনি এই টুলের সাহায্যে আপনি আপনার বা আপনার clint এর সাইটের Sitemap গুগল এর কাছে সাবমিট করতে পারবেন। এছাড়াও আপনি আপনার সাইটের ভিজিটর সম্পর্কেও জানতে পারবেন। আপনার সাইটে SEO তে কোন Error হল কিনা তাও আপনি জানতে পারবেন।

নিজে ব্যাবহার করে দেখতে- google webmaster tool লিখে গুগলে সার্চ দেন এবং প্রথম সার্চ রেজাল্টে দেখুন google.com/webmaster/tools নামে একটা সাইট এসেছে, সেটাতে ক্লিক করুন। তারপর আপনাকে লগইন করতে হবে গুগল অ্যাকাউন্ট দিয়ে। তারপর সেখানে গিয়ে আপনার সাইটটি add করতে হবে। আপনার সাইটটি add করতে তে প্রথমে verify করতে হবে।

No comments:

Post a Comment