আমাজন ডট কমে
ইবুক বিক্রি
অনেক মানুষ বলে থাকেন আমাজনে বই বিক্রি করা একটি
দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া। কিন্তু সত্যটি হচ্ছে এইযে, আমাজন তার গ্রাহক এবং প্রকাশকের কথা
চিন্তা করে এর মান ঠিক রাখার জন্য বদ্ধপরিকর ।
বর্তমানে ইবুকের প্রচুর জনপ্রিয়তা রয়েছে এবং
আমাজন এর বইয়ের বাজার বিশ্বব্যাপী সমাদৃত। তাই বৃহৎ এই বাজার থেকে স্থায়ী
মুনাফা অর্জন করতে চাইলে আপনাকে বেশ কিছু প্রসেস বা নিয়ম মেনে চলতে হবে।
আপনি জানেন কি বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা অনলাইনে ইবুক
বিক্রয় করে প্রতিমাসে এক লক্ষ
টাকারও বেশী অর্থ উপার্জন করছেন। তাই আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষে
পৌছাতে হলে সেই অনুপাতে কাজ করতে হবে।
আমাজনে বই বিক্রয় করা একটি সহজ প্রক্রিয়া এবং
এর জন্য আপনাকে কোন অর্থ খরচ করতে হবে না । প্রথমে আমাজন ডট কমে আপনার ইমেইল এবং
অন্যান্য তথ্য দিয়ে একটি একাউন্ট খুলুন। তারপর আপনি সহজেই আপনার বইকে আমাজনের
বৈশিষ্ট্যযুক্ত ক্যাটালগে যুক্ত করতে পারবেন । আমাজন আপনার বইকে তালিকাভুক্ত করার
জন্য আপনার বইটি বিক্রয়ের উপরে কিছু কমিশন কাটবে ।
আপনি যখন আপনার বইটিকে আমাজনের আধুনিক অর্থাৎ
ডিজিটাল প্ল্যাটফর্মে টেক্সট ফরমেটে আপলোড করবেন তখন ডিটিপি স্বয়ংক্রিয়ভাবে আপনার বইটিকে আমাজনের কিন্ডল ফায়ারের
উপযোগী ফরমেটে রুপান্তর করবে ।
আমাজনে কিভাবে আপনার ইবুক বিক্রয় করবেন তার
নির্দেশাবলীঃ
তিনটি পছন্দের ফরমেটে এইচটিএমএল, প্লেইন টেক্সট বা মাইক্রোসফট ওয়ার্ড এ
আপনার বইএর একটি কপি তৈরি করুন ।
* আমাজন
এর ডিজিটাল প্ল্যাটফর্মে লগ ইন করুন । আপনার যদি কোন আমাজন আইডি না থাকে
তাহলে একটি একাউন্ট তৈরি করুন, একাউন্ট তৈরি করতে এইখানে ক্লিক করুন ।
*
“My Shelf” বাটনে ক্লিক করুন এবং নতুন বই যুক্ত করার জন্য “Add
New Item” বাটনে ক্লিক করুন।
* অতঃপর
আপনার পণ্যের
বিবরণ লিখুন। শিরোনাম
থেকে শুরু করে, সংক্ষিপ্ত সারাংশ বর্ণনা (আর আর 4,000 অক্ষর)
যুক্ত করুন । একজন
লেখকের ক্ষেত্রে লেখকের নাম লিখুন “সম্পাদনা” নামক
বাটনে ক্লিক করুন।
* আপনার
বইয়ের জন্য আইএসবিএন নম্বর লিখুন যদিও এটি
আবশ্যক নয় । কিন্তু এটি একটি ভালো পদ্ধতি
আইএসবিএন নম্বর এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে
চিহ্নিত করার সুবিধা পাওয়া যায় ।
আপনি যদি নিজে প্রকাশক হয়ে থাকেন তবে
প্রকাশকের স্থানে আপনার নাম লিখুন এবং প্রকাশনার তারিখ যুক্ত করুন ।
* কপিরাইট
সংক্রান্ত তথ্য
জুড়ুন।
* আপনার
বইএর কভার ছবি
আপলোড করুন । কভার
ছবি খুবই গুরুত্বপূর্ণ কারন পাঠক সর্বপ্রথম কভাবের ছবি বা লেখা দেখে বই সম্পর্কে ধারনা লাভ করে।
* তারপর
ব্রাউজ বাটনে
ক্লিক করে আপনার
কম্পিউটারে থাকা ফাইলটি আপলোড করুন ।
* আপলোড
সফলভাবে সম্পন্ন
হলে এটি পুনর্বিবেচনার
জন্য অপেক্ষমান থাকবে । একজন প্রতিনিধি আপনার বইটি যাচাই বাছাই করে প্রকাশনার অনুমতি প্রদান
করবে ।
* সবশেষে, আপনার
প্রস্তাবিত খুচরা মূল্য উল্লেখ
করুন, তারপর “সংরক্ষণ করুন” বাটনে
ক্লিক করুন এবং তা প্রকাশ করুন ।
এখন আপনার বইটি সফলভাবে প্রকাশনার জন্য ২ থেকে
৩ দিন সময় লাগতে পারে । দেখুন আপনার বইটি আমাজন এর ডিজিটাল প্ল্যাটফর্মে সফলভাবে
প্রকাশিত হয়েছে ।
বিশেষ দ্রষ্টব্যঃ
১.কখনোই কপিরাইট বই অর্থাৎ অন্যের বই
আপলোড করবেন না।
২.বইয়ের মান ঠিক রাখার চেস্টা করুন ।
৩.সুন্দর প্রচ্ছদ তৈরিতে মনোযোগ দিন ।
৪.আন্তর্জাতিক চাহিদা এবং মানুষের কথা
চিন্তা করে দাম ঠিক করুন ।
No comments:
Post a Comment