Sunday, August 10, 2014

Send Email Receive Conforn


আপনার পাঠানো মেইল প্রাপক পড়েছেন কী?

 

মেইল পাঠানোর পর উত্তরের অপেক্ষাউত্তর না পেলে দুশ্চিন্তা তো বাড়বেই কিন্তু প্রাপক মেইল ঠিকমতো পেয়েছেন তো? নাকি পেয়েও না পাওয়ার ভান করছেন? পাঠানোর পর প্রাপক সেটি পেয়েছেন কিনা কিংবা আপনার মেইলটির কী গতি হয়েছে তা জানার সহজ উপায় রয়েছেএমন একটি পদ্ধতি হচ্ছে মেইলট্র্যাক
মোবাইল
অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের মতো মেইলট্র্যাক ব্যবহার করে একটি সবুজ টিক চিহ্ন দেখলে বুঝবেন প্রাপক আপনার মেইলটি পেয়েছেন আর দুটি টিক চিহ্ন দেখলে বুঝবেন প্রাপক মেইল পেয়েছেন এবং সেটি খুলে পড়েছেনএই সুবিধাটি শুধু গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন আকারে পাবেনএজন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছেমেইলট্র্যাক’ (https://chrome.google.com/webstore/detail/mailtrack/ndnaehgpjlnokgebbaldlmgkapkpjkkb?hl=en) এক্সটেনশনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে  জিমেইল থেকে আপনি কাঙ্ক্ষিত বিষয় ট্র্যাক করতে পারবেনশুধু তাই নয় আপনার মেইলটি কখন পৌঁছেছে, কখন পড়া হয়েছে এবং কোথায় পড়া হয়েছে তাও জানতে পারবেন
ইমেইল
পাঠানোর সময় ঠিক করে দিতে পারেন
আপনি হয়তো এখন মেইল লিখছেন কিন্তু সেটি পরে পাঠাতে চানআপনি কবে কখন মেইল পাঠাতে চান সেসময় আগেভাগে নির্ধারণ করে দিতে পারেনজিমেইলে এই ধরনের সুবিধা রয়েছেজিমেইলে এই সুবিধা পেতে বুমেরাং (https://chrome.google.com/webstore/detail/boomerang-for-gmail/mdanidgdpmkimeiiojknlnekblgmpdll?hl=en) নামের একটি এক্সটেনশন ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নিতে পারেনএকবার এই এক্সটেনশন ইনস্টল হয়ে গেলে শুধু সেন্ড লেটারবাটনে ক্লিক করলেই হবেএখান থেকে ক্যালেন্ডার পিকার থেকে সময় নির্ধারণ করে  দিতে পারবেনএই এক্সটেনশনটি আপনাকে মেইল সম্পর্কে রিমাইন্ডারও দেবেবুমেরাং কীভাবে কাজ করে তা জানতে নিচের ভিডিওটি দেখুন

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=pCrN2OftU3g


No comments:

Post a Comment