ইনফো
লিংকস থেকে আয়
আজ
আমি এই নিবন্ধে আপনাদের সাথে টেক্সট লিংক বিজ্ঞাপন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ
আর্টিকেল শেয়ার করবো যার মাধ্যমে আপনি অর্থাৎ যারা এই মুহূর্তে আমার এই আর্টিকেল
পরছেন তারা জানতে পারবেন কিভাবে আপনি
আপনার সাইটের অতিরিক্ত জায়গা খরচ না করেই বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করবেন?
গুগলের
এডসেন্সের বিজ্ঞাপন যুক্ত করার ফলে আমাদের অনেকের ওয়েব সাইট অথবা ব্লগ সাইটের
কিছু জায়গা নষ্ট হয় অর্থাৎ সেখানে অন্য প্রতিষ্ঠানের লিংক বা ব্যানার শোভা পায়। কিন্তু আমরা ইচ্ছা করলেই কোন জায়গা নষ্ট না করে টেক্সট লিংক
বিজ্ঞাপনদাতাদের মাধ্যমে আমাদের ব্লগ সাইট অথবা ওয়েব সাইটে টেক্সট লিংক বিজ্ঞাপন
প্রচার করে আমরা অর্থ উপার্জন করতে পারি। বর্তমানে
বিশ্বে বিভিন্ন টেক্সট লিংক বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান রয়েছে । কিন্তু আমরা প্রথমে ইনফোলিংকস নামক একটি প্রতিষ্ঠানের ব্যাপারে
জানব।
ইনফোলিংকস
হচ্ছে বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় অনলাইন ভিত্তিক একটি প্রতিষ্ঠান যা আপনাকে
সহযোগিতা করবে বিশ্বের বিভিন্ন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করে
অর্থ উপার্জন করতে । আপনার ব্লগ সাইট অথবা ওয়েব সাইটের
আর্টিকেল গুলতে আপনি ইনফোলিংকস এর এড যুক্ত করে অর্থ উপার্জন করতে পারেন ।
ইনফোলিংকস
কীভাবে কাজ করে ?
ইনফোলিংকস
থেকে অর্থ উপার্জন করার জন্য প্রথমে আপনার একটি সুন্দর ইংরেজি ব্লগ এবং কিছু পাঠক
থাকতে হবে। তারপর এড নেবার জন্য তাদের ওয়েব সাইটে
সাইন আপ করতে হবে এবং তারপর আপনাকে ইনফোলিংকস এর কোড সেটআপ করতে হবে । আপনি যখন ইনফোলিংকসের কোডটি আপনার ওয়েব সাইট অথবা ব্লগ সাইটে
এড করবেন তারপর থেকেই আপনার সাইটে দেওয়া সব পোস্টের সাথে তাদের যে সকল
কি-ওয়ার্ডের মিল রয়েছে তাতে গাড় কোন কালার থাকবে এবং তাতে মাউস পয়েন্টার নিয়ে
গেলে বাবল এড প্রদর্শন করবে। এক্ষেত্রে
আপনি চাইলে আপনার মনের মতো পছন্দের রং যুক্ত করতে পারবেন । ইনফোলিংকের
বেশ কিছু ধরন রয়েছে, এক্ষেত্রে একটি সাধারন আন্ডারলাইন যুক্ত লিংক অথবা ডট যুক্ত
লিংক বা ডাবল আন্ডারলাইন যুক্ত লিংক নির্বাচন করতে হবে । তবে
সবচেয়ে বেশি পেমেন্ট পাবেন ডাবল আন্ডারলাইন যুক্ত লিংক সমুহে । তাই প্রাথমিক অবস্থায় ডাবল আন্ডারলাইন যুক্ত লিংক দিয়ে
চেষ্টা করুন। যেকোনো সময় এবং যেকোনো মুহূর্তে আপনি
চাইলে এটি পরিবর্তন করতে পারবেন।
ইনফোলিংকস
থেকে কীভাবে অর্থ উপার্জন করবেন ?
ইনফোলিংকস
অনেকটা গুগল অ্যাডসেন্সের মতোই । যদি আপনার সাইটের
কোন ভিজিটর আপনার টেক্সটের প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করে, তাহলে একটা
নির্দিষ্ট অংকের অর্থ আপনার একাউন্টে জমা হবে। প্রতি
ক্লিকে আয়ের পরিমাণ সাধারণত ট্রাফিকের অবস্থান এবং কি-ওয়ার্ডের উপর নির্ভর করে ।
কীভাবে
অর্থ উত্তোলন করবেন?
ইনফোলিংকসের
সুবিধা হল মাত্র ৫০ ডলার আপনার একাউন্টে
জমা হলেই আপনি মাস্টারকার্ড, পেপাল, ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে অর্থ উঠাতে পারবেন। মনে রাখবেন প্রতিবার অর্থ উত্তোলনের ক্ষেত্রে ফি যুক্ত হবে। তাই যতো সম্ভভ বড় অংকের টাকা উত্তোলন করতে চেষ্টা করুন । কেননা মাত্র ৫০ ডলার উত্তোলন করতে আপনার প্রায় ১০ ডলারের মতো
খরচ হয়ে যাবে । তবে আপনি যদি নতুন হন তাহলে ৫০ ডলারই
উঠাবেন এতে আপনার কাজের গতি বৃদ্ধি পাবে ।
No comments:
Post a Comment