Monday, August 11, 2014

Google Adsense Apply By Blog


 ব্লগ থেকে কিভাবে গুগল এডসেন্সে এপ্লাই করবেন ?
 প্রথমে আপনার ব্লগ এ সাইন ইন করুন  তারপর আপনার  ব্লগ এর Go to post list আইকন এ ক্লিক করুন 

Earning অপশন সিলেক্ট করুন

Switch  Adsense Account  এ ক্লিক করুন

Create a new Adsense Account tab Create account এ ক্লিক করুন

Create an adsense account Account type : Individual  সিলেক্ট করুন  এবং  Country or territory : Bangladesh সিলেক্ট করুন

তারপর Contact Information দিনএখানে Payee name এ আপনার নাম দিন, আর তা যেন অবশ্যই  Bank Account এর সাথে মিল থাকে   Bank Account না থাকলে আপনার রিয়াল নাম দিন, ওই নামে পরে Bank Account একাউন্ট করে নিবেন আর আপনার ঠিকানা অবশ্যই আসল ঠিকানা দিবেন কেননা গুগল আপনার ওই ঠিকানায় চিঠি পাঠাবে এবং আপনাকে ভেরিফাই করবে

সর্বশেষে আপনার মোবাইল নাম্বার দিন এবং Policies এর সকল অপশন এ টিক দিয়ে Submit  Information এ ক্লিক দিন

আপনি চাইলে Continue করার আগে আপনার তথ্য আরেকবার সম্পাদন করতে পারবেন এজন্য Edit Account Information এ ক্লিক করতে হবে, আর সম্পাদন করতে না চাইলে Continue তে ক্লিক দিন  ।  দু / তিন দিনের মধ্যে একটা মেসেজ পাবেন, তারপর ১ সপ্তাহ কিংবা ১ মাস কিংবা তার কম সময়ের মধ্যে আরেকটি Confirmation Email আসবে, যাতে সকল terms and condition  I agree দিয়ে submit করলেই কাজ শেষ ব্যাস হয়ে গেল আপনার গুগল এডসেন্সে একাউন্ট 
আপনার
  গুগল এডসেন্সে একাউন্ট একটিভ হয়ে গেলে আপনার account এ যখন সাইন ইন করবেন,   Google Adsense একাউন্ট এর Home Page এভাবে দেখতে পাবেন   এখান থেকে add নিয়ে আপনার সাইটে  দিবেন, আর আপনার site visit হলে এবং  add এ ক্লিক পড়লেই আপনার ইনকাম হবে আর তা Google Adsense এর Home Page এ আসলে দেখতে পাবেন  নির্ধারিত সময় পর  Google আপনাকে চেক পাঠাবে 


No comments:

Post a Comment