Thursday, July 10, 2014

Visitor Invite Website SEO


সামাজিক সাইটে পোষ্ট শেয়ার করে ভিজিটর বাড়ানোর সহজ পদ্ধুতি

 
বর্তমানে প্রায় সবারই ব্লগ অথবা ওয়েব সাইট আছেতবে সবচেয়ে বড় কথা হল শুধু ওয়েব সাইট অথবা ব্লগ সাইট থাকলেই হবে না, আপনার সাইটের থেকে অর্থ উপার্জন করার জন্য আপনার সাইটে ভিজিটর ও থাকতে হবে মনে রাখবেন ভিজিটর ছাড়া ব্লগ বা ওয়েব সাইট থেকে অর্থ উপার্জন সম্ভব নয়যদি আপনার সাইটে ভিজিটর না আসে তাহলে আমি বলবো আপনার কষ্ট করে ওয়েব সাইট বা ব্লগ তৈরী করার থেকে না করাই ভালোভিজিটর কিন্তু যেমন তেমন ব্যাপার না যে চাইলাম আর পেয়ে গেলামভিজিটর বাড়ানোর জন্য আপনাকে কষ্ট করতে হবে এবং কিছু নিয়ম মেনে কাজ করতে হবেতাহলেই আপনি আপনার সাইটের জন্য প্রচুর পরিমানে ভিজিটর পাবেনআজ আমি আপনাদের সাথে আলোচনা করবো ভিজিটর বাড়ানোর কিছু সহজ এবং কাযর্কর নিময় নিয়েযে নিয়ম অনুযায়ী কাজ করলে আপনি আপনার ব্লগে অনেক ভিজিটর আনতে পারবেনতাহলে চলুন শুরু করি

বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম গুলু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট এখন যার ইন্টারনেট আছে, তারই সামাজিক যোগাযোগের সাইটগুলোর সাথে যোগাযোগ আছে বর্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর যার ইন্টারনেট আছে অথচ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম যেমনঃ ফেসবুক বা টুইটার এর সাথে যোগাযোগ নেই আমরা আমাদের সাইটে ভিজিটর বাড়ানোর জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমের সাইটগুলোকে ব্যবহার করতে পারিএখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে সোশালনেটওয়াকিং সাইটের মাধ্যমে ভিজিটর বাড়াবোএখন আমি আপনাকে বলছি আশা করি আপনি বুঝতে পারবেন

একথাটি হয়তো সবারই জানা যে সারাবিশ্বের প্রায় আশি কোটিরও বেশী মানুষ ফেসবুক ব্যাবহার করেআপনি আপনার সাইটে পোষ্ট করার পর সেই পোষ্টটি এবং তার লিংক তার লিংক ফেসবুকে শেয়ার করুন এবং বন্ধু-বান্ধব সবাইকে বলুন সেই আপনার দেওয়া লিংকটি শেয়ার করতে যখন ফেসবুকে আপনার দেওয়া পোষ্টটি পরে মানুষ আপনার লেখার প্রতি আকৃষ্ট হবে তখন তারা ঐ পোষ্টের সাথে দেওয়া লিংকে ক্লিক করে আপনার সাইটে ভিজিট করবে আর এভাবেই আপনার সাইটের ভিজিটর বেড়ে যাবে 

তাছাড়া আপনি আপনার ব্লগে পোষ্ট করার পর সেই পোস্টটি বিভিন্ন রকম সোশালনেটওয়াকিং সাইটগুলুতে শেয়ার করুনযখন আপনার শেয়ার করা পোস্টটি অন্য কেউ পড়বে তখন সে আপনার লেখার প্রতি আকৃষ্ট হলে ঐ পোষ্টের সাথে দেওয়া লিংকে ক্লিক করে আপনার সাইটে ভিজিট করবেআর এইভাবে আপনার সাইটের ভিজিটর সংখ্যা বেড়ে যাবে

No comments:

Post a Comment