Thursday, July 10, 2014

How to Do SEO -এস.ই.ও.

গুগল এ সার্চ দিলে খুঁজে পাওয়া যায় না এবং গুগল প্রথম পেজ এ নিয়ে আসাও সম্ভভ হয় নাআমি আজ আপনাদের খুব সহজে ব্লগস্পট এসিও করে দেখাবো যাতে আপনারা খুব সহজে এসিও করতে পারেন এবং আপনাদের ব্লগস্পট কে গুগল সার্চ এ প্রথম পেজ এ আনতে পারেনআমরা কয়েক ধাপে ব্লগস্পট এসিও শেষ করবো
 
সাইট মাপ তৈরী
আমাদের ব্লগস্পট এর জন্য প্রথমে একটি সাইট মাপ তৈরী করবোআর সাইট মাপ সবচেয়ে ভালো তৈরী করে দেয় এই ওয়েবসাইট টিপ্রথমে এই ওয়েবসাইট এ যান এবং URL লিখার জায়গায় আপনার ব্লগস্পট এর ঠিকানা দিন এবং স্টার্ট এ ক্লিক করুন

তারপর Here এ ক্লিক করুন, দেখুন কিছু কোড দেওয়া আছে যা আপনার ব্লগস্পট এর মেটা টাগ এর ভিতরে বসিয়ে দিন তারপর আপনার সাইট মাপ এর উপর ক্লিক করুনএবার সাইট মাপ এর কাজ শেষ
গুগল ভেরিফিকেশন
এখন আপনার সাইট মাপকে গুগল এ সাবমিট করতে হবে যাতে আপনার সাইট গুগল খুঁজে পায় এজন্য আপনাকে গুগল ওয়েবমাস্টার এ লগিন করতে হবেলগিন করে আড্ সাইট এ ক্লিক করুন এবং আপনার ব্লগস্পট এর ঠিকানা দিন
এখন গুগল এইচটিএমএল এর কোডটি আপনার মেটা টাগ এর ভিতরে বসিয়ে দিন(মেটা টাগ এর ভিতর থেকে সাইট মাপ এর এইচটিএমএল এর কোড মুছে দিন )তারপর ৩ নং এর কনফার্ম এর লিঙ্কটিতে ক্লিক করুন এবং সবশেষে ভেরিফাই এ ক্লিক করুনবাস আপনার ব্লগস্পট ভেরিফিকেশন হয়ে গেলো

এখন অপটিমাইজেশন>সাইট মাপ এ ক্লিক করুন এবং আপনার সাইটমাপ এর ঠিকানা দিনবাস গুগল ওয়েবমাস্টারের কাজ শেষ



বিং ভেরিফিকেশন
গুগল এর মতো করে আমরা এখন বিং ভেরিফিকেশন করবোএজন্য আপনাকে বিং ওয়েবমাস্টার এ লগিন করতে হবেএখন আড্ সাইট এ আপনার ব্লগস্পট এর ঠিকানা দিন এবং আড্ এ ক্লিক করুন

পরের স্টেপ এ আপনার সাইট মাপ এর ঠিকানা দিন এবং পুনরায় আড্ এ ক্লিক করুন

এখন ভেরিফিকেশন করার পালা, এজন্য আপনাকে ভেরিফাই নাও এ ক্লিক করতে হবে

এখন ২ নং এর কোড টি আপনার ব্লগস্পট এর মেটা টাগ এর মধ্যে বসিয়ে দিন এবং ভেরিফাই এ ক্লিক করুন বাস আপনার বিং ভেরিফিকেশন ও হয়ে গেলো





ব্লগস্পট সাবমিট এবং ভেরিফিকেশন এর কাজ শেষ



মেটা টাগ তৈরী
ব্লগস্পটে যেয়েতু ১৫০ শব্দ এর বেশি মেটা টাগ এ বসানো যায় না তাই আমরা ছোট করে মেটা টাগ তৈরী করবো
<head> <title>"এখানে আপনার ব্লগস্পট এর টাইটেল দিন </title> <meta name="keywords" content="এখানে কমা দিয়ে দিয়ে আপনার কি ওয়ার্ড গুলো বসান "</head>

বেশি কিছু বসবেন না সবকিছু মিলে যেনো ১৫০ শব্দের বেশি না হয় ,বেশি হলে কি ওয়ার্ড কিছু কমিয়ে দিনইচ্ছা করলে আপনারা এখান থেকে অথবা এখান থেকে মেটা বানিয়ে নিতে পারেন

রোবট টেস্ক তৈরী
রোবট টেস্ক খুব সাবধান ভাবে তৈরী করতে হবে এখান থেকে রোবট টেস্ক ক্রিয়েট/তৈরী করুনসুধু মাত্র আপনার সাইট মাপ এর ঠিকানা দিন এবং ক্রিয়েট রোবট টেস্ক এ ক্লিক করুনএখন আপনার তৈরী রোবট টেস্ক আপনার ব্লগস্পট এর কাস্টম রোবট টেস্ক বসান এবং সেভ করুন

ব্লগস্পট এনালাইসিস
এখন আপনার ব্লগস্পট এর ভিসিটর এর সংখা এবং আরো অনন্য কিছু দেখার জন্য গুগলএনালাইসিস এ লগিন করুন এবং আপনার ব্লগস্পট আড্ করে দিন তারপর আপনার এনালাইসিস কোড টি ব্লগস্পটে বসিয়ে দিনএনালাইসিস কোড টি ভেরিফিকেশন করে নিবেন

ফিড তৈরী
এবার আমরা গুগল ফিড বার্নার থেকে ফিড তৈরী করবোপ্রথমে গুগল ফিড বার্নার এ লগিন করুন এবং আপনার ব্লগস্পট এর জন্য ফিড তৈরী করুন







ফীড তৈরী হলে আপনার ফিড টি আপনার ব্লগস্পটে সাইট ফিড এ বসিয়ে দিনবাস কাজ শেষ


শেষ প্রক্রিয়া: লিঙ্ক বিল্ডিং
এখন আমরা বিভিন্ন ভাবে আমাদের ব্লগ সাইট এর ভিসিটর বাড়াবো এবং গুগল এর প্রথম পেজ এ নিয়ে আসবোএজন্য আপনি নিচের কাজ গুলো করবো
১.আপনি বিভিন্ন ব্লগ সাইটে টিউন/পোস্ট লিখুন এবং শেষে আপনার ব্লগস্পট এর ঠিকানা দিয়ে দিনএতে আপনার ব্লগে ভিজিটর বাড়বে
২.এছারাও আপনার ব্লগস্পট এর ঠিকানা ফেইসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কেডিন ইত্যাদি সোসাল সাইটে শেয়ার করুন
৩.বিভিন্ন ওয়েবসাইট, ব্লগসাইট, ফোরাম সাইট এ কমান্ট করুন যেখানে কমান্ট করতে একাউন্ট খোলা লাগে না শুধু ওয়েবসাইট এর ঠিকানা দিয়েই কমান্ট করা যায়এক্ষেত্রে আপনি কমান্ট করার জন্য Blogspot এবং WordPress কে বেছে নিতে পারেন
অনেক কষ্ট করলেন তাই না? আর করতে হবে না ১ মাস পরে দেখুন আপনার ব্লগস্পট গুগল এর প্রথম পাতায় চলে এসেছে

এসিও তো শিখলেন,আবার আয় করুন
ওডেস্ক, ফ্রীল্যান্সার, ইলান্স এ অনেক এসিও এর কাজ আছে যা আপনি ইচ্ছা করলেই করতে পারেন আপনার নিজের WordPress থাকলে দেখুন আপনি খুব সহজেই এসিও করতে পারবেন WordPress এ সুধু গুগল এবং বিং ভেরিফিকেশন করলেই হয়ে যাবে আর কোনো ঝামেলা নাই সেহেতু এখন ধরা যায় আপনি যেকোনো এসিও এর কাজ করতে পারবেন ভাবার কিছুই নেই! এসিও এর কাজে বিড করুন এবং আপনার সাইট যে আপনি গুগল এর প্রথম পেজ এ এনেছেন তার প্রমান বায়ারকে দিন এবং কাজ জিতে নিয়ে করা শুরু করুন

No comments:

Post a Comment