Saturday, August 9, 2014

ক্যাপসা এন্ট্রি করে আয় করুন


ক্যাপসা এন্ট্রি করে আয় করুন
ডাটা এন্ট্রি বা ক্যাপসা এন্ট্রি করার জন্য অনেকের আগ্রহ রয়েছেফ্রিল্যান্সিং মার্কেপ্লেস-এ বিড করে যারা ক্যাপসা এন্ট্রির প্রজেক্টে কাজ করতে আগ্রহী তাদের জন্য নিম্নে কয়েকটি ক্যাপসা এন্ট্রি সাইট দেওয়া হলো, যেখানে কোন বিড করতে হয়নাযারা অল্প আয়ে সন্তুষ্ট তাদের জন্য  সাইট গুলো সহায়ক হবেএ সাইট গুলোতে ক্যাপসা টাইপ করতে কোন নির্দিষ্ট সময়/বাধাধরা নিয়ম নেই, আপনি যেকোন সময় এন্ট্রি করতে পারেনতবে সার্ভারে গতির সময় নির্দষ্ট আছে, এতে কোন কোন সাইট সার্ভারের গতির উপর রেইট বেশি দিয়ে থাকেযেমন প্রোটাইপার.কমএ ধরনের ভাল মানের ক্যাপসা এন্ট্রি সাইট হলো www.protypers.com এবং http://pixprofit.com উভয় সাইটই payza.com এর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকেপাইজাতে কিভাবে একাউন্ট খুলতে হয় তার উপর এই সাইটে ছবিসহ একটি পোষ্ট দেওয়া আছে

 
এ সব সাইটে কোন বিড করতে হবেনা, শুধু রেজিষ্ট্রেশন সম্পন্ন করে লগিং করার পর শুধু ক্যাপসা টাইপ করবেন এখন আপনাদেরকে এমন কত গুলো সাইটের সন্ধান দেব যেখান থেকে আপনি স্বাধীনভাবে যেকোন সময় আপনার সময়মত ক্যাপসা এন্ট্রি করে আয় করতে পারেনতবে রাত্রে তাদের সার্ভারের ভাল গতি থাকে, তাই যতদুর সম্ভব রাত্রের বেলায় কাজ করা সুবিধাজনক হবেআপনাদের কাজ হবে নিম্নোক্ত যেকোন একটি সাইটে রেজিষ্ট্রেশন করে ক্যাপসা এন্ট্রি শুরু করে দেওয়া, বিশেষ করে যারা ফ্রিল্যান্স জগতে নতুন তাদের জন্য এই সাইট গুলো খুবই কাজে আসবে তবে এক্ষেত্রে ক্যাপসা এন্ট্রির পদ্ধতি একেক সাইটের একেক রকম, যেমন এই একটি সাইট, এই সাইটে যেতে আপনার ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন http://pixprofit.com এরপর এন্টার দিন তবে এই সাইটের রেজিষ্ট্রেশন পদ্ধতি একটু ভিন্নতর যদি কেউ রেজিষ্ট্রেশন করতে অসুবিধা হয় তাহলে নিম্নোক্ত প্রোটাইপারে রেজিষ্ট্রেশন করুন, তাদের পদ্ধতি সহজ
পিক্সপ্রফিটে রেজিষ্ট্রেশনের পর হোম পেইজ
ওয়ার্কস্পেস বা ক্যাপসা টাইপিং পেইজ
 http://pixprofit.com প্রতি হাজার এন্ট্রির জন্য ১ডলার দিবে, ৩ ডলার হলে অটোমেটিক আপনার একাউন্টে চলে যাবেএক্ষেত্রে আপনি রেজিষ্ট্রেশন করার সময় আপনার পায়জা(সাবেক এলার্টপে) বা পেপাল বা ওয়েবমানির একাউন্ট যোগ করতে হবে এবং এ প্রতি তিন হাজার ক্যাপসা এন্ট্রি হলে ৩ডলার অটোমেটিক আপনার পায়জা একাউন্টে পাঠিয়ে দিবেপিক্সপ্রফিট সাইটটি সব সময় একই রেইটে পরিশোধ করে তবে ঝামেলমুক্ত রেজিষ্ট্রেশনের জন্য এই সাইটে রেজিষ্ট্রেশন করতে পারেন, প্রথমে এ সাইটে www.protypers.com রেজিষ্ট্রেশন করুন এরপর নিচের মত ছবি দেখতে পাবেন, ছবিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করুন 
প্রোটাইপার হোম পেইজ
ওয়ার্কস্পেস বা ক্যাপসা টাইপিং পেইজ
ওয়ার্কস্পেস বা ক্যাপসা টাইপিং পেইজ
সার্ভারের সময় ভেদে এ সাইটের রেইট ভিন্নতর হয়, যেমন: প্রতি হাজার এন্ট্রির জন্য .৯০ডলার (নব্বই সেন্ট) থেকে শুরু করে ১.৫ ডলার পর্যন্ত প্রদান করে থাকেএতে যে কেউ তাদের সাইটে রেজিষ্ট্রেশন করে লগিং করলে ডান পাশের লিংক থেকে সব কিছু পড়তে ও দেখতে পারবেনউল্লেখ্য যে, শুধু মাত্র  http://pixprofit.com ভূল এন্ট্রি হলেও তা গননার আওতায় এনে পেমেন্ট করে কিন্তু অন্যান্য সাইট গুলো ভূল এন্ট্রির জন্য কোন পেমেন্ট প্রদান করেনাআরো কিছু ক্যাপসা এন্ট্রি সাইটের লিংক নিম্নরূপ:

No comments:

Post a Comment